মানিকগঞ্জে পিকআপ–ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ভ্যানের সংঘর্ষে মোতালেব (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ (শুক্রবার, ২২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফলসেটিয়া বড় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের শশীনারা গ্রামের বাসিন্দা।

বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে ফলসেটিয়া বড় ব্রিজ এলাকায় পিকআপের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মোতালেব ছিটকে পাশের খালে পড়ে যান। পরে খোঁজাখুঁজির পর পুলিশ ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

এএইচ