চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষ: নিহত ৫, আহত ২

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত মোট পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। আজ (সোমবার, ১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

দুমড়ে মুচড়ে যাওয়া পিক আপ ভ্যানটি দেখলে দুর্ঘটনার ভয়াবহতা কিছুটা আঁচ করা যায়। সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। এখানে বসে থাকা চালক, হেলপার ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। ছোট এ পিক আপটিতে যাত্রীসহ মোট ১০ জন ছিলেন।

নিহত রনি দাশ, আকাশ দাশ ও অজিত দাশের বাড়ি ফৌজদারহাট এলাকায়। স্বজনরা জানান, গত দুই দিন জন্মাষ্টমী ও মনসা পূজা শেষ করে কাজে যোগ দিচ্ছিলেন তারা। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, হতাহতরা বেশিরভাগ মাছ ব্যবসায়ী। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ভোর পাঁচটার দিকে তারা ফিশারিঘাট যাচ্ছিলেন। সিটি গেটের কাছাকাছি পৌঁছাতে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি কার্ভাড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও মেডিকেলে দুইজন মারা যান। আহত হন আরও ৪ জন।

মরদেহ হাসপাতালে নিতেই তৈরি হয় শোকাবহ পরিবেশ।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ভোর বেলা চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনা হতে পারে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এ অংশে অবৈধ পার্কিং ও সিএনজি চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

সুরতহাল ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত দুইজন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

ইএ