চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৩

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। আজ (সোমবার, ১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

নিহত রনি দাশ, আকাশ দাশ ও অজিত দাশের বাড়ি ফৌজদারহাট এলাকায়। স্বজনরা জানান, গত দুই দিন জন্মাষ্টমী ও মনসা পূজা শেষ করে কাজে যোগ দিচ্ছিলেন তারা। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ভোর বেলা চালক ঘুমের ঘোরে থাকায় দুর্ঘটনা হতে পারে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এ অংশে অবৈধ পার্কিং ও সিএনজি চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ইএ