কক্সবাজারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গ্রেপ্তার ২

গ্রেপ্তার দু’জন
গ্রেপ্তার দু’জন | ছবি: এখন টিভি
0

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করার ঘটনায় দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ২৩ জুন) গভীর রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ফজু সিকদার পাড়ার নজরুল উল্লাহ (২২) ও গোইল্যা বাপের পাড়ার মোবারক হোছাইন (৩৫)। দু’জনেই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে নিষিদ্ধ কার্যক্রম হিসেবে খুরুশকুলের তেতৈয়া এলাকায় কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কিছু নেতাকর্মী। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

এনএইচ