নেত্রকোণায় পৃথক ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা | ছবি: প্রতীকী
0

নেত্রকোণায় একদিনেই পৃথক পৃথক ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত সড়ক দুর্ঘটনায় দুজন, পানিতে ডুবে দুজন ও বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মতির মোড়ে সড়ক পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসাইন নামের সাত বছরের শিশু নিহত হয়।

রাত ৯টায় মাসকা এলাকায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী হিমাচল বাসের চাপায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম মিন্টু নামের সোয়েটার ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।

এছাড়াও বিকেলে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে ঈদে নানার বাড়ি বেড়াতে এসে বাড়ির কাছে পুকুরে পড়ে তিন বছরের শিশু মাহাদি নিহত হয়েছে।

অন্যদিকে রাতে খালিয়াজুরী উপজেলায় মেন্দিপুর গ্রামে সন্ধ্যায় ফ্রিজের সাথে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি তালুকদার নামের কিশোর, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও পুর্বধলা উপজেলার জটিয়াবর গ্রামে সন্ধ্যায় পুকুরে ডুবে ইয়াছিন শেখ নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সবগুলো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন প্রকার অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করা হয়নি। তবে প্রত্যেকটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মারা যাওয়ার খবর পেয়েছি তবে পুলিশকে না জানিয়ে পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে গিয়েছে।

এএইচ