মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

জরুরী বিভাগ, মৌলভীবাজার সদর হাসপাতাল
জরুরী বিভাগ, মৌলভীবাজার সদর হাসপাতাল | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজার সদর উপজেলার শমশেরনগর সড়কের কাছারীবাজার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক আরোহী। নিহতরা হলেন জুবের মিয়া ও কামরুল ইসলাম। শনিবার (৭ জুন) রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাছারীবাজারে দুটি দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবের মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত মাহবুব আহমদকে আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সেজু