মৌলভীবাজারে চা বাগানের ম্যানেজার অপসারণের দাবিতে শ্রমিকদের আন্দোলন

মৌলভীবাজারে চা বাগান
মৌলভীবাজারে চা বাগান | ছবি: সংগৃহীত
0

মৌলভীবাজারের কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে চা উত্তোলনসহ অন্যান্য কাজ বন্ধ রেখে ফ্যাক্টরি ও অফিসের সামনে অবস্থান নিয়ে ভারপ্রাপ্ত ম্যানেজার মো. জহিরুল হকের অপসারণ ও বিভিন্ন দাবিতে আন্দোলন করছে চা শ্রমিকরা। আজ (সোমবার, ১৯ মে) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলন ম্যানেজার অপসারণ না হওয়া চলমান থাকবে বলেও জানিয়েছেন শ্রমিকরা।

সোমবার সকাল থেকেই কাজে যাবার আগে বাণিজ্য মন্ত্রণালয়ের মালিকানাধীন দেওরাছড়া চা বাগান অফিসের সামনে জড়ো হয়ে ম্যানেজার অপসারণ ও বিভিন্ন দাবিতে আন্দোলনে যায় শ্রমিকরা। শ্রমিকদের দাবি ভারপ্রাপ্ত ম্যানেজার দীর্ঘদিন থেকে তাদের ন্যায্য বিভিন্ন দাবি উপেক্ষা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নানা অপকর্ম করে আসছেন।

শ্রমিকদের পাতা তোলার নিরিখ ২৪ কেজি থাকলেও বর্তমানে তিনি ৩০ থেকে ৪০ কেজি বাড়ানোর কথা বলছেন। এছাড়াও শ্রমিকদের বাসস্থান, চিকিৎসাসহ নানা বিষয় এড়িয়ে যাচ্ছেন। এ নিয়ে শ্রমিকরা ফুঁসে উঠে।

আট জন শ্রমিক প্রতিনিধি আজ ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে চিঠি গতকাল (রোববার, ১৮ মে) পাওয়ার কথা থাকলেও তা আজ সকাল ৯ টায় তাদেরকে প্রদান করে। এ নিয়েও শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করেন।

শ্রমিকরা বলছেল, ভারপ্রাপ্ত ম্যানেজার অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

বাগানে ৭৪২ জন স্থায়ী শ্রমিক ও ২৪২ জন অস্থায়ী শ্রমিক দীর্ঘদিন থেকে কাজ করলেও বর্তমান ভারপ্রাপ্ত ম্যানেজার দায়িত্ব গ্রহণের পর ২৪২ জন অস্থায়ী শ্রমিকদের কাজ বন্ধ করে দিয়ে নানাভাবে শ্রমিকদের হয়রানি করছেন।

এসএস