কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

মৃত বিজয়ের পরিবারের সদস্যরা
মৃত বিজয়ের পরিবারের সদস্যরা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) বিকেলে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাঁড়ারা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত বিজয় একই এলাকার শামসুদ্দিনের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন সুজন (৩০) নামে আরও একজন। তিনি ওই এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি উপেক্ষা করে এসময় খাঁড়ার মাঠের মধ্যে বিজয় ও সুজন দুইজন তামাক গাছের ডাটা কাটছিল। এসময় হঠাৎ বজ্রপাতে দুইজন আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন এবং আহত সুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. একরামুল হক বলেন, ‘বজ্রপাতে আহত হয়ে সুজন নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আহত সুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএস