আ.লীগের গণহত্যার বিচার ও নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় এনসিপির বিক্ষোভ

সাতক্ষীরায় এনসিপির বিক্ষোভ
সাতক্ষীরায় এনসিপির বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরায় আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (শুক্রবার, ২ মে) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে শহীদ আসিফ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মামুনুর রহমান আকাশ, এহতেশাম, এবং ইলিয়াস হোসেনসহ আরও অনেকে।

তারা অবিলম্বে একটি নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করেন এবং সেইসঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসএস