টাঙ্গাইলে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্থানীয়দের থেকে ঘটনার বিবরণী নিচ্ছে একজন পুলিশ সদস্য।
স্থানীয়দের থেকে ঘটনার বিবরণী নিচ্ছে একজন পুলিশ সদস্য। | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলে সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে আজ ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বাড়ির পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেজু