বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বাবু মুন্সি নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিয়া বাজার এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের হাসমত মুন্সির পুত্র।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবু মুন্সী কানে কম শুনে। যে কারণে ট্রেন চলাচলের সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।
অপরদিকে, মঙ্গলবার বিকেলে জীবন ফরাজি সাহেব আলীর বাড়ির পাশে একটি গাছ কাটার সময় গাছটি তার উপর পড়ে চাপা খায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের ইব্রাহিম ফরাজির পুত্র নিহত জীবন ফরাজি।





