ফরিদপুরের ১০ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত

ফরিদপুরের ১০ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত | এখন
0

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আজ (রোববার, ৩০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় এবং ১০ টায় তিনটি ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সেখানে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজে অংশ নেয়, পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করে। এর আগে নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ও ফিলিস্তিনি গাজাবাসির উপর বর্বরাচিত হামলা বন্ধের মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

আরো পড়ুন: 

জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন। তাই অন্য এলাকার একদিন আগে ১০ গ্রামের লোকজন ঈদ উদযাপন করে থাকেন।

এছাড়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা, ইছাপাশাসহ কিছু মানুষ একই সাথে এখানে ঈদের নামাজ আদায় করেন। একদিন আগে যারা রোজা ও ঈদ উৎসব উদযাপন করেন তারা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান।

আরো পড়ুন: 

সহস্রাইল দায়রা শরিফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদসহ তিনটি জামায়াতে ঈদের নামাজ আদায় করা হয়।

আরো পড়ুন: 

রোববার সকাল সাড়ে ৯টায় প্রথম ঈদের জামাত রাখালতুলি জামে মসজিদে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা।

সেজু