সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল বসতঘর

0

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর পুড়ে চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্যমতে, সোমবার দুপুরের দিকে বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ার সিরাজুল ইসলামের বসতঘর থেকে হঠাৎ ধোয়া বের হয়ে বসত ভিটার চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সিরাজুলের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে ঘরে ভিতরে থাকা আসবাবপত্র সহ সব কিছু পুড়ে চাই হয়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, ‘চোখের সামনে সব পুড়ে গেলেও কিছুই করতে পারলাম না।’

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত।’

এসএস