উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর নওগাঁয় বিনা নোটিশে পেট্রোল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেয়।
এর প্রতিবাদে প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের ডাক দেয়।
মালিকদের সাথে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নও এ ধর্মঘট পালন করছে। এতে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও উত্তরবঙ্গের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।
বাঘাবাড়ি নৌ-বন্দরে স্থাপিত পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে।





