উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী।
এছাড়া ইউসেপ বাংলাদেশের সাবেক চেয়ারপার্সন, এ মতিন চৌধুরীসহ এমটিবি ও ইউসেপের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কমিউনিটির সদস্য এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ভালো ফলাফলকারীদের উন্নত বিশ্বে কাজের সুযোগ করে দেবে ইউসেপ।
আরও পড়ুন:
আলোচনায় বক্তারা জানান, শিক্ষা খাতে এমটিবি ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ প্রকল্প এটি। এ প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে ১ হাজার ২০০ জন সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীকে পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
এ উদ্যোগের মাধ্যমে এমটিবি একটি আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও সমাজের উন্নয়নে অংশীদার হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা। অনুষ্ঠানে আলোচনা শেষে পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ নেয়া গ্রাফিক ডিজাইন, বিউটিফিকেশন, বেকারি এন্ড প্রেস্টি প্রোডাকশনসহ বিভিন্ন ট্রেনিং ক্লাস ঘুরে প্রশিক্ষকারীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।





