ঢাকায় চলছে দু'দিনের ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’

স্টাডি অ্যাব্রোড ফেয়ার-২০২৫
স্টাডি অ্যাব্রোড ফেয়ার-২০২৫ | ছবি: এখন টিভি
0

উচ্চশিক্ষা গ্রহণ ও উন্নত ক্যারিয়ার গঠনের জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো। বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবীদের ভিড়ে মেলা চলছে উৎসবমুখরভাবে।

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত এ মেলা আজ (শনিবার, ২৫ অক্টোবর) শেষ হবে। রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ আয়োজনে থাকছে বিদেশে উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা ও আবেদনসংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য থাকছে একাধিক প্যানেল সেশন, তথ্যবহুল একাডেমিক আলোচনা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিশেষ অফার।

ব্রিটিশ কাউন্সিল নিবেদিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৫’-এর পাওয়ার্ড বাই ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সহযোগিতা করছে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড–ক্যাব)।

আরও পড়ুন:

আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টাডি ইন ইউকে অ্যান্ড ইউরোপ’ শীর্ষক দ্বিতীয় প্যানেল আলোচনা। এরপর বিকেল সাড়ে ৪টায় ‘আইইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড’ বিষয়ে আলোচনা করবেন অনলাইন এডুকেশন কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ। এছাড়া ‘স্টাডি ইন নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া’ শীর্ষক দিনের শেষ সেশনটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

সেনজেন এডু লিমিটেডের সিইও মনিরুল হক বলেন, ‘এই ফেয়ারটি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি উদ্যোগ। যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছে, তাদের জন্য এটি এক জায়গায় সব তথ্য জানার সুযোগ তৈরি করেছে। আমরা মনে করি, এমন আয়োজন তরুণদের সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাসী করে তুলবে।’

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষা–পরামর্শক ও অংশগ্রহণকারী সংস্থাগুলো দর্শনার্থীদের স্কলারশিপ, ভর্তি–প্রক্রিয়া, ভিসা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা দিচ্ছেন।

এর পাশাপাশি ওয়েবসাইটে চলবে ১০ দিনব্যাপী আয়োজন। থাকছে অনলাইন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ। শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে প্রবেশ করে তথ্য নিতে এবং সরাসরি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এসএইচ