মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এবিএম ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি সর্বাধুনিক ওয়াটার ট্যাংক, ভেসেল, ওয়াটার পিউরিফায়ার, ফিল্টার অ্যাকসেসরিজ পণ্য ও সেবা আরো সহজে ক্রেতার কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিলার মিটে অংশ নেয়া ব্যবসায়ীরা।
শুক্রুবার ১৭ জানুয়ারি ২০২৫ ওয়াটার বার্ডস লিমিটেডের সাভারের ফ্যাক্টরিতে অনুষ্ঠিত ডিলার মিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর নার্গিস সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স) আবু ওসমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মাজেদুল ইসলাম।
ডিলার মিট অনুষ্ঠানে গ্রীন ডট লিমিটেড জিআই ওয়াটার ট্যাংক, এইচডিপি পাইপ, এফআরপি ভসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় গ্রীন ডট লিমিটেদের চেয়ারম্যান এবিএম আহিদুল ইসলাম বলেন,‘অতীতে এফআরপি ভেসেল বাহির থেকে ইম্পোর্ট করা হতো কিন্তু বর্তমানে আমরা উৎপাদন করি করি। জিআই ওয়াটার ট্যাংক, এইচডিপি পাইপ উৎপাদন প্রক্রিয়ায় আমরা কোনো রিসাইক্লিং মেটেরিয়াল ব্যবহার করি না এবং ট্যাংকটি সম্পূর্ণ ফুডগ্রেড মেটারিয়ালস দিয়ে তৈরি করা হয়।’
তিনি আরো বলেন, ‘আমরা আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব। লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও সম্ভব হবে, যা দেশের আর্থিক সক্ষমতা বাড়াবে। আমাদের এই প্রচেষ্টা দেশের শিল্পখাতকে শক্তিশালী ও টেকসই করবে, এবং আগামী দিনে উন্নতির দিকেও আমাদের এগিয়ে নিয়ে যাবে।’
গ্রীন ডট লিমিটেডকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে ডিনার মিটে অংশ নেয়া ব্যবসায়ীরা সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদানে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তারা মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আরো বেশি মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।—বিজ্ঞপ্তি।