কর্পোরেট
0

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এরফান গ্রুপ

উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার পরিস্থিতি ছিল ভয়াবহ। এসব অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এরফান গ্রুপ।

দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের পাশে থাকে এরফান গ্রুপ। এরই ধারাবাহিকতায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রুপটি।

গত শনিবার (৩১ আগস্ট) এরফান গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ও ক্ষতিগ্রস্তদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

tech