কর্পোরেট
0

কদমতলী ষ্টীল মিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ

কদমতলী ষ্টীল মিলে হামলা, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া অফিসে সবকিছু লুটপাটের পাশাপাশি দুর্বত্তরা ক্যাশ টাকা নিয়ে গেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কদমতলী ষ্টীল মিল কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কদমতলী স্টিল মিলে ৫ আগস্ট রাত্রে তুমুল হামলা চালায় দুর্বত্তরা। আগুন লাগিয়ে দেয় কদমতলী ষ্টীল মিলে এবং অফিস সবকিছু লুটপাট করে নেয়। অফিসে থেকে তারা ৫০ লক্ষ টাকা ক্যাশ সিন্দুক ভেঙে নিয়ে যায়।

তারা জানায়, দুই থেকে তিন হাজার টন রড লুটপাট করে নিয়ে যায় দুর্বত্তরা। যার বর্তমান মূল্য ২৫ থেকে ৩০ কোটি টাকা।

প্রতিষ্ঠানটির অভিযোগ, বিএনপির সাবেক এমপি সালউদ্দিন আহমেদের ছেলে  তানভীর আহমেদ ও মেম্বার আলমগীর বাহিনী কদমতলী ষ্টীল মিলের অফিসে হামলা চালায়। সালাউদ্দিন এমপির ছেলে তানভীরের নেতৃত্বে হামলা চলে।

tech