আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বেলা ১২টায় ফতুল্লার দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন তিনি। এসময় পুরস্কারের সঙ্গে টাকা দিতে দেখা যায় তাকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ওঠে সমালোচনার ঝড়।
এ বিষয়ে জমিয়ত উলামায়ে প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী মুঠোফোনে বলেন, ‘স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত অতিথি করা হয়েছিল। পুরস্কার হিসেবে স্কুল কর্তৃপক্ষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে আমার মাধ্যমে টাকাটি দিয়েছে। এটি আমার ব্যক্তিগত কোনো অর্থ নয়।’
আরও পড়ুন:
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচনি বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না এবং অর্থ উপঢৌকনও দিতে পারেন না, এটি আচারণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে এসেছে, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে এ ঘটনায় মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির।





