সাতক্ষীরায় টমেটো খেতের বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরায় খেত থেকে টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

স্থানীয় সূত্র ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের নিজস্ব টমেটো খেত রয়েছে। খেতটিতে ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার উদ্দেশে তিনি বেড়ায় বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। সকালে খেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত তিনি ফাঁদে বিদ্যুতায়িত হন।

আরও পড়ুন:

এসময় মনিরুল ইসলামের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে যান পাশের খেতের মালিক আব্দুর রহিম। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এসএস