নাহিদ ইসলাম বলেন, ‘একটি দল জাতির সঙ্গে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।’
আরও পড়ুন:
এসময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ তার বক্তব্যে নরসিংদীসহ সারা দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগকে যারা ফেরাতে চায়। আগামী ১২ তারিখ ব্যলট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিতারিত করবো।’





