পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের হুমকি, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ট্রাম্প
ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

পারমাণবিক ইস্যুতে সময় ফুরিয়ে আসছে বলে ইরানকে সতর্ক করে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, যেকোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে তারা।

পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের ওপর চাপ আরও বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় না এলে আরও ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। গতকাল (বুধবার, ২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, শিগগিরই আলোচনার টেবিলে আসবে ইরান। কোনো পারমাণবিক অস্ত্র নয়, একটি ন্যায্য চুক্তি নিয়ে আলোচনা হবে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন বাহিনী দ্রুত ও সাহসিকতার সাথে যেকোনো মিশন পূরণ করতে সক্ষম।

আরও পড়ুন:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী স্থল বা সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে অপসারণ করলে দেশটির ক্ষমতা কে গ্রহণ করবে তা স্পষ্ট নয়। আবারও ইরানে বিক্ষোভ হতে পারে বলে ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি।’

এদিকে, ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

জেআর