ফল দেখার পদ্ধতি (How to Check BUET Result)
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (University Website) থেকে তাদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারছেন। বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছতার সাথে মেধা তালিকা (Merit List) প্রস্তুত করা হয়েছে।
ভর্তি পরীক্ষার পরিসংখ্যান (Admission Statistics)
উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের এই ভর্তি পরীক্ষা (Entrance Exam) অনুষ্ঠিত হয়েছিল। এবার বাছাইকৃত ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন ৭ হাজার ৬৪৪ জন ছাত্র এবং ২ হাজার ৭০৭ জন ছাত্রী। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯ হাজার ৫১ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
আরও পড়ুন:
আসন সংখ্যা ও অনুষদসমূহ (Seats and Faculties)
এ বছর বুয়েটের ১৩টি বিভাগে মোট ১ হাজার ৩০৯টি আসনের (Total Seats) বিপরীতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন (Reserved Seats) বরাদ্দ রাখা হয়েছে।
ভর্তি কার্যক্রম (Admission Procedure)
ফল প্রকাশের পর এখন মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পরবর্তী ভর্তি কার্যক্রম (Enrollment Process) এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:





