একনজরে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ (Exam at a Glance)
- অংশগ্রহণকারী শিক্ষার্থী (Total Examinees): প্রায় ৩ লাখ ৫০ হাজার।
- পরীক্ষা কেন্দ্র (Exam Center): সারা দেশে মোট ৬১১টি।
- পরীক্ষা শুরু (Exam Start): ২৮ ডিসেম্বর, ২০২৫।
- স্থগিত পরীক্ষার তারিখ (Postponed Exam Date): বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের স্থগিত পরীক্ষাটি ৫ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
ফল প্রকাশের বর্তমান অবস্থা (Result Status Update)
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা (Scholarship Winner List) প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারিত না হলেও সভা শেষে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে। ঢাকা, বরিশাল, কুমিল্লাসহ সকল শিক্ষা বোর্ডে উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
কিভাবে ফল দেখবেন (How to Check Junior Scholarship Result)
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ের নোটিশ বোর্ড ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (Education Board Website) থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। কোনো কোনো বোর্ডে রোল নম্বর দিয়ে অনলাইনে ফল দেখার সুবিধাও থাকতে পারে।
আরও পড়ুন:





