হায়ার বাংলাদেশের পার্টনার কনভেনশন; অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের উন্মোচন

হায়ার বাংলাদেশের পার্টনার কনভেনশন
হায়ার বাংলাদেশের পার্টনার কনভেনশন | ছবি: এখন টিভি
0

টানা ১৭ বছর ধরে বিশ্বের ১ নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হায়ার। ব্র্যান্ডটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করলো তাদের ২০২৬ সালের পার্টনার কনভেনশন। ‘প্লে উইথ দ্য নাম্বার ওয়ানস’ এ থিমটিকে সামনে রেখে আয়োজিত এ মিলনমেলায় একত্রিত হয়েছিলেন সারা দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার এবং স্টেকহোল্ডাররা।

এ আয়োজনে প্রাধান্য পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, পার্টনারশিপের প্রতি হায়ারের দৃঢ় অঙ্গীকার এবং ২০২৬ সালের কৌশলগত ভবিষ্যৎ ভিশন।

এ কনভেনশনের মূল আকর্ষণ ছিল এমন কিছু পণ্যের মোড়ক উন্মোচন, যা বাংলাদেশের বাজারে আগে কখনো দেখা যায়নি। যা প্রযুক্তিখাতে হায়ারের আধিপত্যকে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুন:

অনুষ্ঠানে উন্মোচিত হায়ারের নতুন উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে; বাংলাদেশের প্রথম ফেব্রিক ফিনিশ এবং এআই প্রযুক্তি সমৃদ্ধ গ্রাভিটি সিরিজ এসি, একশো ইঞ্চির কিউডি-মিনি-এলইডি টিভি। যা দর্শকদের উপহার দেবে বিশাল স্ক্রিনে ইমারসিভ ভিউয়িংয়ের অভিজ্ঞতা।

এছাড়াও রয়েছে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো থ্রি-ড্রাম ওয়াশিং মেশিন। আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি এবং ফুল-টাচ কালারফুল ডিসপ্লে প্যানেল-সমৃদ্ধ প্রিমিয়াম ডিজাইনের স্মার্ট ইন্টারঅ্যাকশন ওয়াশিং মেশিন।

কনভেনশনে হায়ার বাংলাদেশ তাদের ২০২৬ সালের কৌশলগত রোডম্যাপও তুলে ধরে। যেখানে মূল ফোকাস ছিল ব্রেকথ্রু ইনোভেশন, প্রিমিয়াম প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা পার্টনার নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক শক্তিশালী সম্পর্ক স্থাপন।

এফএস