‘হায়ার বাংলাদেশ’ চালু করলো ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা

হায়ার বাংলাদেশের কল সেন্টার সেবা উদ্বোধন
হায়ার বাংলাদেশের কল সেন্টার সেবা উদ্বোধন | ছবি: এখন টিভি
1

হায়ার বাংলাদেশ গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা চালু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার ও ৭টি ডাইরেক্ট সার্ভিস সেন্টার যুক্ত করে আফটার-সেলস সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সাপোর্ট পাবেন।

বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে প্রথমবারের মতো ২৪ ঘণ্টা কল সেন্টার সেবা চালু করলো হায়ার। গ্রাহক সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে হায়ার যা দ্রুত রেসপন্স, উন্নত সেবা মান এবং সার্বক্ষণিক সহায়তা নিশ্চিত করবে। এছাড়া, বর্ধিত সার্ভিস অবকাঠামো দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে মানসম্মত ও নির্ভরযোগ্য টেকনিক্যাল সাপোর্ট প্রদান করবে বলেও জানায় হায়ার বাংলাদেশ।

আজ (বুধবার, ৭ জানুয়ারি) কল সেন্টার সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং এবং হেড অব সার্ভিস ফজলুল হক।

হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, ‘গ্রাহক সন্তুষ্টি হায়ারের বৈশ্বিক ভিশনের মূল কেন্দ্রবিন্দু। ২৪ ঘণ্টা কল সেন্টার চালু এবং সার্ভিস নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে আমরা দেশের সর্বত্র দ্রুত, নির্ভরযোগ্য ও সুবিধাজনক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইএ