আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশা আল্লাহ বাংলাদেশ ঠকবে না।’
উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ। ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকেট বিক্রি করতে আসে সে মুনাফেক। কেউ যদি বিশ্বাস করেন একখানা ভোট দিলে জান্নাতে যাবে তাহলে সে শিরক করলো। এ ধরনের কেউ আপনাদের কাছে আসলে আপনারা উল্টো তাদেরকে বলে দিবেন- আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না, কেয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়।’
বিজেপি চেয়ারম্যান বলেন, ‘আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে চোরগুলোর বিরুদ্ধে কথা বলেছি, চোরগুলোকে একে একে খুঁজে বের করেছি। আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যখন মামলা হয় তখন আমিই প্রথম বলেছি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘নির্বাচনের প্রতিটি প্রার্থীই আপনাদের কাছে এসে বলবে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, গ্যাস ও বিদ্যুৎ দেবো। আমিও একই কথা বলবো। কিন্তু আপনারা বিশ্বাস করেন কোন প্রার্থীকে, এটাই বড় কথা। আমি আপনাদের ভোটে এমপি হয়ে সংসদে গেলে প্রথম দিনই ভোলা-বরিশাল সেতুর বিষয়ে সংসদ গরম করে ফেলবো। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।’
এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কা প্রতীকে ভোট দেয়ার আহ্বানও জানান পার্থ।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ানের সভাপতিত্বে এসময় আরেও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির শফিউল রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রম্যান, তরিকুল ইসলাম কায়েদ, সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ আরও অনেকে।





