নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

বিশেষ আইনশৃঙ্খলা সভা
বিশেষ আইনশৃঙ্খলা সভা | ছবি: সংগৃহীত
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

সভায় আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধি পালন, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং প্রার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রার্থীকে নিয়ম মেনে নির্বাচন পরিচালনার আহ্বান জানানো হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির সকল প্রার্থীর কথা শুনে বলেন, ‘যেকোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন বা নির্বাচন পরিবেশ নষ্ট করার সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে তথ্য সংগ্রহ শুরু করেছি এবং কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সকল বাহিনী মাঠে থাকবে এবং খুব শিগগিরই আপনারা এর বাস্তব প্রতিফলন দেখতে পাবেন। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আপনারা মৌখিকভাবে যে অভিযোগগুলো আমাদের জানিয়েছেন, তার ভিত্তিতেই আমরা কাজ শুরু করেছি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তবে আমি অনুরোধ করব, সম্ভব হলে লিখিত অভিযোগ প্রদান করবেন। কারণ আইনগত ব্যবস্থা নিতে গেলে প্রমাণ ও এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এএইচ