ভোলা-১ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রতিশ্রুতি প্রত্যেকটা প্রার্থী দেয়, তবে ভোটাররা যাকে বিশ্বাস করে সেটাই মুখ্য ব্যাপার। ভোটাররা ১২ তারিখে গরুর গাড়িতে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) রাতে ভোলা সদরের সদর রোড, উকিল পাড়া ও বাংলা স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘দেশের অন্য আসনের চেয়ে ভোলার চিত্র কিছুটা ভিন্ন। এখানে বিএনপি নেতাকর্মীসহ যারা সমর্থন দিয়েছেন তারা সবাই অ্যাকটিভলি গরুর গাড়ির পক্ষে কাজ করছে।’
এসময় পার্থ ভোলা-বরিশাল সেতু ও গ্যাসসহ ভোলার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।
ভোলা সদর আসনে বিএনপি জোট, জামায়াত ও ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের আট প্রার্থী। তারা সকাল থেকে রাত পর্যন্ত গনসংযোগ, প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।