আসিফ মাহমুদ বলেন, ‘এত বছর সংস্কারের কথা বললেও, যখন সংস্কার প্রয়োজন তখন আর কথা বলে না বিএনপি। গত ১৬ বছরে দেশের মানুষ যে ধরনের স্বৈরাচার দেখেছে, গত ১৬ মাসে একটি দল নব্য স্বৈরাচারের ডামি দেখিয়েছে। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।’
এসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষায় ১১ দলীয় জোটকে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা।
আরও পড়ুন:
সমাবেশে নেতারা জানান, বিএনপি গতকাল (রোববার, ২৫ জানুয়ারি) চট্টগ্রামে বড় একটি সমাবেশ করেছে অথচ একজনও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার বিষয়টি নিয়ে কথা বলেনি। অথচ কৌশলে নানা রকম অপপ্রচার করছে বলে অভিযোগ করেন এনসিপির নেতারা।
বিদেশি শক্তির সঙ্গে বিএনপি নেতারা আঁতাত করছে অভিযোগ তুলে তারা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে, দেশের মানুষ আওয়ামী লীগের মতো বিএনপিকেও বিতাড়িত করবে।’
বিএনপি বিভিন্ন আসনে ঋণখেলাপি ও বিগত সময়ে আওয়ামী লীগ করেছে এমন লোকজনকে মনোনয়ন দিয়েছে বলে দাবি করেন তারা।





