রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভা
আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ প্রতিপাদ্যে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. লুৎফুল আজীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে কাস্টমস কর্মকর্তারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং রাজস্ব আহরণে প্রযুক্তিনির্ভর আধুনিক কাস্টমস ব্যবস্থার কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার বিপ্লব কান্তি দাস, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার মো. খায়রুল আলম এবং দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন। প্রবন্ধ উপস্থাপনায় কাস্টমসের সামাজিক সুরক্ষা ও অঙ্গীকারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সেমিনারে রাজশাহীর আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এএইচ