মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা শুরু

জেলা জামায়াতে ইসলামের নির্বাচনি জনসভা
জেলা জামায়াতে ইসলামের নির্বাচনি জনসভা | ছবি: এখন টিভি
0

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা শুরু হয়েছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বেলা ১১টার সময় মেহেরপুর হাই স্কুল মাঠে মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের আঞ্চলিক প্রধান ও কেন্দ্রীয় সদস্য মোবারক হোসেন।

জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, গাংনী উপজেলা আমির ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ সদস্য প্রার্থী মাও. নাজমুল হুদা, সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাড. শাকিল আহামেদ, জেলা এবি পার্টির আহবায়ক রফিকুজ্জামান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও হুসাইন আহমেদসহ ১০ দলীয় জোটের নেতারা।

এএইচ