সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি

বিসিবির সংবাদ সম্মেলন
বিসিবির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। যে সিদ্ধান্ত মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে গতকাল শনিবারের জরুরি বোর্ড সভায় নানান এজেন্ডার পাশাপাশি সাকিব আল হাসানের দেশের জার্সিতে খেলা প্রসঙ্গেও হয়েছে ফলপ্রসূ আলোচনা। বিসিবি জানিয়েছে, সাকিবকে রাখা হতে পারে কেন্দ্রীয় চুক্তিতেও।

বিশ্বকাপ খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে এবারের টি-টি-টোয়েন্টি বিশ্বকাপে, সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে আইসিসি।

এমন অবস্থায় শনিবার দুপুরে জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ ৮ ঘণ্টার বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে বোর্ড কর্তারা আসেন ব্রিফিংয়ে। জানান,আইসিসির এমন সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি।

বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘যদি বেইসড অন সাকিব আল হাসানের অ্যাভেলঅ্যাবেলিটি ফিটনেস এবং যেখানে খেলা হবে সেই ভেন্যুতে প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে সিলেকশনের জন্য বিবেচনা করবে।

আরও পড়ুন:

বোর্ড মিটিংয়ে সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে নিতে হয়েছে আলোচনা। ফিটনেস ঠিক থাকলে হোম ও অ্যাওয়ে সিরিজে খেলতে পারবেন সাকিব। তবে প্রশ্ন উঠেছে হঠাৎ কেন আলোচনায় সাকিব? বিশ্বকাপ খেলতে যেতে না পারাকে ধামাচাপা দেয়ার চেষ্টায় কি বিসিবি? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বোর্ড কর্তারা।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিব আল হাসান যদি ফিটনেস বা যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো মেইনটেইন করে, তাহলে সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আমাদের গভমেন্টকে অলরেডি বলা হয়েছে এ বিষয়ে যোগাযোগ করার জন্য। এ ইস্যুগুলো নিজস্ব এগুলো কীভাবে ফেস করবে এগুলো সরকারের বিষয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পারায় ক্রিকেটের কতটা লাভ কিংবা ক্ষতি হলো সেটা আপাতত হিসাব করা হচ্ছে না। তবে দেশের স্বার্থে এবং সরকারের সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে বিসিবিকে।

এফএস