তিনি জানান, গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী লঞ্চে করে এক নারী তার অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। লঞ্চটি বিকেল আনুমানিক ৩টার দিকে চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।
এ সময় লঞ্চে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি দ্রুত কোস্ট গার্ডকে অবহিত করা হয়।
আরও পড়ুন:
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। মেডিক্যাল টিম লঞ্চে থাকা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং পরবর্তীতে হাই স্পিড বোটের মাধ্যমে তাকে নিরাপদে সদরঘাটে নিয়ে আসে। সেখান থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’





