নিহত কিশোর মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়া এলাকার জহির ঘরামির ছেলে। নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেল থেকে হাসিবুর বাসায় ছিল না। তাদের ধারণা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রেখে গেছে।
আরও পড়ুন:
পাবনা সদর থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকার আজমল পেশকারের কলাবাগান থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার পরিধানে প্যান্ট ও জ্যাকেট এবং মাথায় লাল টুপি ছিল।
তিনি আরও বলেন, ‘মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, অনুসন্ধান চলছে।’ এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।





