দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

তারেক রহমানের সংবর্ধনাস্থল, নেতাকর্মীদের উচ্ছ্বাস
তারেক রহমানের সংবর্ধনাস্থল, নেতাকর্মীদের উচ্ছ্বাস | ছবি: এখন টিভি
0

ফেনী থেকে ছয়বার নির্বাচন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রতিবারই এখানকার মানুষ তাকে নির্বাচিত করে বিপুল ভোটে। নানার বাড়ির এ জেলার প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান হয়ে যাচ্ছেন তারেক রহমান। পুরো জেলায় নেতা-কর্মীদের মধ্যে এখন উৎসবের আমেজ।

দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর আবহ। তারেক রহমানকে বরণে প্রস্তুতি নিচ্ছেন নেতা-কর্মীরা। তারা বলছেন, এটি শুধু একটি সাংগঠনিক সফর নয় বরং ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘মামার বাড়ির লোক হিসেবে কারো নাতি, কারো ভাগিনা, কারো ভাই, যার যেভাবে হয়, সেভাবেই উনাকে রিসিভ করার জন্য, সংবর্ধনা দেয়ার জন্য ফেনীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

অন্য একজন বলেন, ‘আমাদের ভাগিনা আসতেছে। আমাদের নেতা এবং ভাগিনা দুইটাই। আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত।’

ফেনীর উত্তরের তিন উপজেলার দীর্ঘদিনের সমস্যা বন্যা নিরসন। দক্ষিণের দুই উপজেলার নদী ভাঙন রোধে মুসাপুর ক্লোজার নির্মাণ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এ জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে।

আরও পড়ুন:

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণের জন্য যেসব কার্যক্রম প্রয়োজন যেন উনি ফেনীকে প্রায়োরিটি দিয়ে এ কাজগুলো করে সে কথা তুলে ধরা হবে।’

যে আসন থেকে বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েছেন, সেখানে তারেক রহমানকেই জয়ী করতে চান বিএনপি নেতাকর্মীরা।

বিএনপি নেতারা বলছেন, ফেনী পাইলট হাই স্কুল মাঠে ২৫ জানুয়ারি তারেক রহমানের সমাবেশটি ইতিহাস হয়ে থাকবে। সেদিন সৃষ্টি হবে জনস্রোত। সেই লক্ষেই কাজ করছেন তারা।

ফেনী-১ সন থেকে বিএনপি মনোনীত মুন্সি রফিকুল আলম বলেন, ‘ফেনী হচ্ছে বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটি এলাকা। আর বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এবং তারেক রহমান দলের চেয়ারম্যান হয়েছেন। সবকিছু মিলে উনার এ আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’

তারেক রহমানের এ সফরকে আগামীর সমৃদ্ধ ফেনী গড়তে বড় ভূমিকা রাখবে, বলছেন নেতা-কর্মীরা।

এসএস