জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বক্তব্যে তিনি বলেন, ‘আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এবং আল্লাহ তাআলা যদি আপনাদের ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে কলারোয়া উপজেলায় একটি মিনি স্টেডিয়াম ও একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘কলারোয়া যেহেতু একটি সীমান্তবর্তী অঞ্চল, তাই মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্ন আয়ের পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং কৃষকদের জন্য কৃষি ভাতা প্রদান করা হবে।’
জনসভায় কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, বিএনপি নেতা শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।





