শৈত্যপ্রবাহ: হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ, জানুন কতদিন থাকবে

শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ | ছবি: এখন টিভি
0

মাঘের শুরুতেই ঝোড়ো হাওয়ার মতো ফিরে এসেছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবনের মাঝে নতুন করে যুক্ত হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ (Mild Cold Wave)। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শৈত্যপ্রবাহের এই দাপট কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নেই, তা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সারা দেশে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেয়েছে। উত্তরের জনপদ ছাড়িয়ে শৈত্যপ্রবাহের (Cold Wave) দাপট এখন দক্ষিণের জেলাগুলোতেও ছড়িয়ে পড়েছে।

একনজরে আজকের তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ (Current Temperature & Cold Wave)

আজ শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী:

বিভাগ / শহর (Division / City) তাপমাত্রা (Temperature)
রাজশাহী (Rajshahi) ১০.৯°C
বরিশাল (Barishal) ১১.৫°C
খুলনা (Khulna) ১২.৬°C
রংপুর (Rangpur) ১২.৮°C
সিলেট (Sylhet) ১৩.০°C
ঢাকা (Dhaka) ১৫.১°C
গোপালগঞ্জ (সর্বনিম্ন) ৯.৮°C

কোথায় কত তাপমাত্রা? (Current Temperature Updates)

আজ শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শৈত্যপ্রবাহ কবলিত জেলা: গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ (Mild Cold Wave) বয়ে যাচ্ছে।

বিভাগীয় শহরের চিত্র: রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে ১০.৯, খুলনায় ১২.৬ এবং বরিশালে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন:

আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast for Next Few Days)

আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department) জানিয়েছে, আজ ও আগামীকাল শনিবার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশার দাপট ও জনজীবন (Fog Impact and Public Life)

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা (Fog/Mist) পড়ছে। কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে সারা দেশের আকাশ আংশিক মেঘলা (Partly Cloudy Sky) থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

পরবর্তী ৫ দিনের পূর্বাভাস (Weather Forecast for Next 5 Days)

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শীতে এই দাপট আরও কয়েকদিন স্থায়ী হতে পারে:

২৫ জানুয়ারি: তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শীতের তীব্রতা সামান্য কমবে।

২৬ জানুয়ারি (26th January): আবারও তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে, যার ফলে চলতি মাসের শেষ নাগাদ শীতের কামড় বজায় থাকবে।

বর্তমানে সারা দেশের আকাশ আংশিক মেঘলা (Partly Cloudy Sky) থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।




এসআর