একীভূত ব্যাংকের আমানতকারীরা মুনাফা পাবেন : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের লোগো
বাংলাদেশ ব্যাংকের লোগো | ছবি: সংগৃহীত
0

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফা প্রদান সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের জন্য কেবল ব্যক্তি আমানতকারীরা তাদের আমানতের ওপর চার শতাংশ হারে মুনাফা পাবেন। আজ (বুধবার, ২২ জানুয়ারি) জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, ‘২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ব্যক্তি (অ-প্রাতিষ্ঠানিক) মেয়াদি আমানত এবং স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ব্যাংক রেট অনুযায়ী, অর্থাৎ বার্ষিক চার শতাংশ হারে মুনাফা পরিশোধ করতে হবে।’

আরও পড়ুন:

বাংলাদেশ ব্যাংক জানায়, পূর্বের নির্দেশনায় এসময়ে মুনাফা প্রদান না করার কথা বলা হলেও আমানতকারীদের অসুবিধা দূর করতে এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়েছে।

গত বছর বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংক রেজ্যুলেশন স্কিম ২০২৫’ চূড়ান্ত করে, যার আওতায় পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়। ওই স্কিমে আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার জন্য নির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এসএস