আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি নির্বাচনি গণসংযোগ শুরু করেন।
নির্বাচনি প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান এবং সেখানে তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাত করেন।
এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে দোয়া ও সমর্থন চেয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট বিতরণ করেন।
আরও পড়ুন:
গণসংযোগকালে আমিনুল হক বলেন, ‘আমি এই এলাকায় বড় হয়েছি। দীর্ঘদিন ধরে পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা ও সমস্যার কথা শুনেছি, তা নথিভুক্ত করে আমি আগামী দিনের পরিকল্পনা সাজিয়েছি। জনগণের ভোটে নির্বাচিত হলে প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’
আমিনুল হকের এ গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।





