শহিদ ফারহানের বাড়ি থেকে প্রচারণা শুরু ববি হাজ্জাজের

শহিদ ফাইয়াজের পরিবারের সঙ্গে ববি হাজ্জাজ
শহিদ ফাইয়াজের পরিবারের সঙ্গে ববি হাজ্জাজ | ছবি: এখন টিভি
0

ঢাকা-১৩ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিন তিনি শহীদ ফারহান ফাইয়াজের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় ববি হাজ্জাজ শহিদ ফারহান ফাইয়াজের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের অপূরণীয় ক্ষতির প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফারহানের বাবা-মায়ের সঙ্গে যা ঘটেছে, সেই অপূরণীয় কষ্ট আমরা কখনোই পূরণ করতে পারবো না। যদি বিজয়ী হতে পারি, তবে ফারহানের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ যা প্রয়োজন, তার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করবো।’

আরও পড়ুন:

ফারহানসহ যারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, পুরো জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে জানিয়ে ববি হাজ্জাজ বলেন,‘শহিদদের আত্মত্যাগ ও আদর্শই তার রাজনীতির প্রেরণা।’

ন্যায়বিচার, মানবিকতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন ধানের শীষের এই প্রার্থী।

এএম