প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট, খুশি লেবানন প্রবাসীরা

লেবাননে পোস্টাল ব্যালটে ভোট
লেবাননে পোস্টাল ব্যালটে ভোট | ছবি: এখন টিভি
1

প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে থেকে ইতিহাসে প্রথমবার ভোট দেয়ার সুযোগ পেয়ে খুশি লেবাননে থাকা রেমিট্যান্স যোদ্ধারা। ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন অনেক প্রবাসীরা।

১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ভোট চাওয়ায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আর তখন বিদেশের মাটিতে ভোট উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে প্রবাসীদের ভোট প্রদানের কার্যক্রম।

ইতিহাসে প্রথমবার বিদেশে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারায় খুশি রেমিট্যান্স যোদ্ধারা। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাসিত লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। তারা জানান, বাংলাদেশে গিয়ে ভোট না দিতে পারলেও বিদেশের মাটিতে বসে এবার ভোট দিতে পারায়, তারা খুশি।

আরও পড়ুন:

তারা আরও জানান, আগামীতে যেন এর চেয়ে ঝামেলামুক্ত ভাবে ভোট দেয়ার ব্যবস্থা করে নির্বাচন কমিশন।

বিদেশের মাটিতে থেকে দেশের অর্থনীতির চাকা সচলে গুরুত্বপূর্ণ অবদান রাখা—রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করে, গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে দাবি করেছেন প্রবাসীরা। এতে, ভবিষ্যৎ রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণও বাড়বে বলে ধারণা তাদের।

আগামী দিনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পথ আরও সহজ হবে এমনটাই প্রত্যাশা রেখেছেন এই রেমিট্যান্স যোদ্ধারা।

জেআর