মালদ্বীপে চিকিৎসকের চাহিদা পূরণে কাজ করতে চায় বাংলাদেশ: হাইকমিশনার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম | ছবি: এখন টিভি
0

মালদ্বীপের বিভিন্ন দ্বীপে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি চিকিৎসকরা। সম্প্রতি তারা নিজেদের পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনারের কাছে। বৈশ্বিক শ্রমবাজারে চিকিৎসা খাতে আরও জনবল বাড়াতে সরকারের বিশেষ নজরদারি চান চিকিৎসকরা। এদিকে মালদ্বীপে চিকিৎসকের চাহিদা পূরণে বাংলাদেশ কাজ করতে চায় বলে জানিয়েছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

মালদ্বীপের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন বহু বাংলাদেশি চিকিৎসক। নিজেদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন চিকিৎকরা। পাশাপাশি দেশের অর্থনীতিতেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের কাছে তাদের কর্মপরিবেশ, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন।

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি ডাক্তাররা জানান, মালদ্বীপের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় অবদান রাখছেন বাংলাদেশ থেকে আসা ডাক্তাররা।

আরও পড়ুন:

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘দেশটিতে আরও চিকিৎসকের প্রয়োজন হতে পারে— এ চাহিদা পূরণে কাজ করতে চায় বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আমাদের যে ডক্টর কমিউনিটি আছে, তারা এখানের বিভিন্ন আইল্যান্ডে অবদান রেখে যাচ্ছে। মালদ্বীপে আরও চিকিৎসক প্রয়োজন হতে পারে, বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট দরকার হতে পারে। আমরা চাচ্ছি এ ক্ষেত্রগুলোত কীভাবে আরও লোকবল বৃদ্ধি করা যায়।’

আন্তর্জাতিক শ্রমবাজারে শক্তিশালী অবস্থান তৈরির জন্য গুরুত্বপূর্ণ এ খাতে সরকারের বিশেষ নজরদারি চান চিকিৎসকরা। ভবিষ্যতে দেশটিতে আরও বেশি কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা— এমনটা প্রত্যাশা হাইকমিশনের।

জেআর