যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ২০ কেন্দ্র বাতিল, তালিকা প্রকাশ

এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা | ছবি: এখন টিভি
0

২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা (SSC Examination 2026) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। বিভিন্ন অভিযোগ এবং প্রশাসনিক কারণে বোর্ডের আওতাধীন ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র তালিকা (Exam Center List) থেকে বাদ দেওয়া হয়েছে।

একনজরে: যশোর বোর্ডের এসএসসি কেন্দ্র বাতিল ২০২৬

  • বোর্ডের নাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
  • পরীক্ষার নাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬।
  • বাতিল কেন্দ্রের সংখ্যা: মোট ২০টি।
  • তথ্য প্রকাশের তারিখ: ২২ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)।
  • বাতিলের প্রধান কারণসমূহ: * কেন্দ্রের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ।
    • পরীক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া।
    • জেলা প্রশাসকের (DC) সুপারিশ।
    • প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব আবেদন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (Jashore Education Board) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এই চিঠিটি সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

কেন কেন্দ্রগুলো বাতিল করা হলো? (Why centers were cancelled)

শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় কেন্দ্র বাতিলের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে:

  • অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের আবেদন (Application from Principals)।
  • জেলা প্রশাসকের সুপারিশ (Recommendation of Deputy Commissioner)।
  • পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া (Decreased number of examinees)।
  • কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ (Allegations against exam centers)।

এইসব বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কার্যক্রম স্থগিত বা বাতিল (Center suspended or cancelled) করা হয়েছে।

বাতিল হওয়া ২০ কেন্দ্রের তালিকা (List of 20 cancelled centers)

যশোর বোর্ডের অধীনে যে ২০টি কেন্দ্রের নাম বাদ পড়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়, রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আর.আর.এফ মাধ্যমিক বিদ্যালয়, বি. কে. ইউনিয়ন ইনস্টিটিউশন, খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় এবং হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়।

যশোর বোর্ড জানিয়েছে, এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের নিকটস্থ বিকল্প কেন্দ্রে স্থানান্তরিত করা হবে। শিক্ষার্থীরা তাদের পরিবর্তিত কেন্দ্রের নাম ও কোড (Exam center name and code) খুব শীঘ্রই বোর্ড ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

আরও পড়ুন:

বাতিল হওয়া ২০টি এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা

ক্রমিক বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্রের নাম
০১ঝিনাইদহ ক্যাডেট কলেজ
০২সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়
০৩রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
০৪বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়
০৫সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়
০৬পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়
০৭খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়
০৮আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়
০৯আর.আর.এফ মাধ্যমিক বিদ্যালয়
১০বি. কে. ইউনিয়ন ইনস্টিটিউশন
১১খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়
১২ইসলামাবাদ কলেজিয়েট স্কুল
১৩সিদ্ধিপাশা মাধ্যমিক বিদ্যালয়
১৪পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়
১৫জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়
১৬সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়
১৭রোস্তমআলী মাধ্যমিক বিদ্যালয়
১৮চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়
১৯হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়
২০যশোর বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য একটি কেন্দ্র


এসআর