মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, সম্প্রীতি টিম এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যৌথভাবে আয়োজিত এই উদ্যোগে ময়মনসিংহ সদর-৪ আসনে নির্বাচনে অংশ নেয়া জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বেলা ১২টায় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণফোরামের মনোনীত প্রার্থীরা।
আরও পড়ুন: বরিশালের ৬ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
আয়োজকরা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরে প্রতিটি নির্বাচনি এলাকায় একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এর লক্ষ্য হলো ‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই বার্তা ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছে দেয়া এবং নির্বাচনি প্রার্থীদের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।





