জামায়াতকে ভোট দিলে দখল ও চাঁদাবাজি হয় না: ডা. তাহের

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: সংগৃহীত
0

জামায়াতে ইসলামীকে ভোট দিলে মানুষের জায়গা-জমি ও সম্পদ দখলের শিকার হতে হয় না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলকারীদেরই ‘‘ভারত বন্ধু’’ হিসেবে চিহ্নিত করা হয়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই নির্ধারণ করবে—বাংলাদেশ আবার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের কবলে যাবে, নাকি একটি নতুন বাংলাদেশের পথে এগোবে।’

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অংশ নেয়ার আগে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই ছুফুয়া বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াত প্রার্থী ডা. তাহের। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, হাত মেলান ও সালাম বিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি।

আরও পড়ুন:

দলীয় সূত্র জানায়, প্রচারণার প্রথম দিন থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দিনব্যাপী গণসংযোগ চালাবেন জামায়াত প্রার্থী।

নির্বাচনি সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, জামায়াত নেতা মহিউদ্দিন ভূঁইয়া নইম, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন জি. এস. খলিলুর রহমান মজুমদার।

এনএইচ