ইসলামী আন্দোলনের প্রার্থী তালিকা প্রকাশ: ২৫৯ আসনে লড়বেন যারা

ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th Parliamentary Election) অংশগ্রহণের লক্ষ্যে ২৫৯টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর তালিকা (Islami Andolan Candidate List 2026) প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)। গত (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দলের কেন্দ্রীয় প্যাডে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

শীর্ষ নেতাদের আসন ও গুরুত্বপূর্ণ প্রার্থী (Top Leaders and Key Candidates)

প্রকাশিত তালিকায় দেখা গেছে, দলের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী আলেমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে বরিশালের দুটি আসন থেকে লড়ছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (Syed Muhammad Faizul Karim)। রাজধানীর ঢাকা-৪ আসনে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং ঢাকা-১১ আসনে মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে প্রার্থী করা হয়েছে।

আরও পড়ুন:

বিভাগীয় শহর ও আলোচিত প্রার্থীদের তালিকা (District-wise Major Candidates)

নির্বাচনী এই চূড়ান্ত তালিকায় সারা দেশের সবকটি বিভাগ থেকে যোগ্য ও পরিচিত মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে:

  • ঢাকা বিভাগ (Dhaka Division): ঢাকা-৮ আসনে মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, ঢাকা-১২ আসনে মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী এবং ঢাকা-১৬ আসনে প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
  • রাজশাহী বিভাগ (Rajshahi Division): রাজশাহী-২ মো. ফজলুল করীম এবং বগুড়া-৬ আসনে আ ন ম মামুনুর রশিদ।
  • খুলনা ও বরিশাল (Khulna & Barishal): খুলনা-২ মুফতি আমানুল্লাহ এবং বরিশাল-৫ ও ৬ আসনে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
  • চট্টগ্রাম ও সিলেট (Chattogram & Sylhet): চট্টগ্রাম-৯ অ্যাডভোকেট আব্দুস শুক্কর (মাহমুদ) এবং সিলেট-১ হাফেজ মাও. মাহমুদুল হাসান।

আরও পড়ুন:

নির্বাচনী প্রস্তুতি ও জয়ের লক্ষ্য (Election Preparation)

ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার বিপুল সংখ্যক আসনে প্রার্থী দিয়ে একক শক্তির মহড়া দিতে যাচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃণমূল পর্যায়ে প্রার্থীদের পক্ষে জনমত গঠনের জন্য এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের চূড়ান্ত প্রার্থী তালিকা (২৫৯ আসন)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ২৫৯ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নিচে ক্রমিক নম্বর অনুযায়ী টেবিল আকারে দেওয়া হলো:

ক্রমিক জেলা ও আসন প্রার্থীর নাম
পঞ্চগড়-২মো. কামরুল হাসান প্রধান
ঠাকুরগাঁও-১মো. খাদেমুল ইসলাম
ঠাকুরগাঁও-২মো. রেজাউল করীম
ঠাকুরগাঁও-৩মো. আল আমিন
দিনাজপুর-১অ্যাডভোকেট মো. চাঁন মিঞা
দিনাজপুর-২হা. মাও. মুহা. রেদওয়ানুল করীম রাবিদ
দিনাজপুর-৩অধ্যক্ষ মুফতি মুহা. খাইরুজ্জামান
দিনাজপুর-৪মাওলানা আনোয়ার হোসেন নদভী
দিনাজপুর-৬ডা. নূরে আলম সিদ্দিকী
১০নীলফামারী-১মুহামাদ আব্দুল জলিল
১১নীলফামারী-২অ্যাডভোকেট হা. মাও. হাছিবুল ইসলাম
১২নীলফামারী-৩মো. আমজাদ হোসেন সরকার
১৩নীলফামারী-৪মো. শহিদুল ইসলাম
১৪লালমনিরহাট-১মুফতি মুহা. ফজলুল করীম শাহারিয়া
১৫লালমনিরহাট-২মুফতি মো. মাহফুজুর রহমান
১৬লালমনিরহাট-৩আমিনুল ইসলাম
১৭রংপুর-১এ টি এম গোলাম মোস্তফা
১৮রংপুর-২মাওলানা মো. আশরাফ আলী
১৯রংপুর-৩মো. আমিরুজ্জামান পিয়াল
২০রংপুর-৪মুহাম্মদ জাহিদ হোসেন
২১রংপুর-৫অধ্যক্ষ মো. গোলজার হোসেন
২২রংপুর-৬মাওলানা সুলতান মাহমুদ
২৩কুড়িগ্রাম-১মুহাম্মদ হারিসুল বারী
২৪কুড়িগ্রাম-২মুহামম্মদ নুর বখত
২৫কুড়িগ্রাম-৩ডা. আক্কাছ আলী সরকার
২৬কুড়িগ্রাম-৪অধ্যাপক হাফিজুর রহমান
২৭গাইবান্ধা-১মুহাম্মদ রমজান আলী
২৮গাইবান্ধা-২প্রভাষক মুহা. আব্দুল মাজেদ
২৯গাইবান্ধা-৩এ টি এম আওলাদ হোসেন
৩০গাইবান্ধা-৪সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন
৩১গাইবান্ধা-৫অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম
৩২বগুড়া-১এ বি এ মোস্তফা কামাল পাশা
৩৩বগুড়া-২অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন
৩৪বগুড়া-৩মুহা. শাহজাহান আলী তালুকদার
৩৫বগুড়া-৪মাওলানা মুহা. ইদ্রিস আলী
৩৬বগুড়া-৫মীর মুহা. মাহমুদুর রহমান (চুন্নু)
৩৭বগুড়া-৬আ ন ম মামুনুর রশিদ
৩৮বগুড়া-৭প্রভাষক মুহা. শফিকুল ইসলাম
৩৯চাঁপাইনবাবগঞ্জ-১মো. মনিরুল ইসলাম
৪০চাঁপাইনবাবগঞ্জ-২ডা. মো. ইব্রাহীম খলীল
৪১চাঁপাইনবাবগঞ্জ-৩ডা. মো. মনিরুল ইসলাম
৪২নওগাঁ-১মাওলানা আব্দুল হক শাহ
৪৩নওগাঁ-৩মুফতি নাসির বিন আছগর
৪৪নওগাঁ-৪মাওলানা সোহরাব হোসেন
৪৫নওগাঁ-৫মাওলানা আব্দুর রহমান
৪৬নওগাঁ-৬মাওলানা রফিকুল ইসলাম
৪৭রাজশাহী-২মো. ফজলুল করীম
৪৮রাজশাহী-৩মো. ফজলুর রহমান
৪৯রাজশাহী-৪মো. তাজুল ইসলাম খান
৫০রাজশাহী-৫হা. মাওলানা মুহা. রুহুল আমীন
৫১রাজশাহী-৬মো. সুরুজ মোল্লা
৫২নাটোর-১প্রভাষক ড. মো. আব্দুল্লাহিল বাকী
৫৩নাটোর-২মাওলানা মোহাম্মদ আলী
৫৪নাটোর-৩মাওলানা খলিলুর রহমান
৫৫নাটোর-৪মাওলানা এমদাদুল্লাহ
৫৬সিরাজগঞ্জ-২মুফতি মুহিব্বুল্লাহ
৫৭সিরাজগঞ্জ-৪মুফতি আব্দুর রহমান
৫৮সিরাজগঞ্জ-৫শেখ মুহাম্মাদ নুরুন নাবী
৫৯সিরাজগঞ্জ-৬মিসবাহ উদ্দিন
৬০পাবনা-১মাওলানা আব্দুল গণি
৬১পাবনা-২মাওলানা আফজাল কাসেমী
৬২পাবনা-৩মো. আব্দুল খালেক
৬৩পাবনা-৪মাওলানা আনোয়ার হোসাইন
৬৪পাবনা-৫মুফতি নাজমুল
৬৫কুষ্টিয়া-১মুফতি আমিনুল ইসলাম
৬৬কুষ্টিয়া-২অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী
৬৭কুষ্টিয়া-৩মুহা. আব্দুল্লাহ আকন
৬৮কুষ্টিয়া-৪Anwar khan
৬৯চুয়াডাঙ্গা-১মাওলানা জহুরুল ইসলাম আজিজী
৭০চুয়াডাঙ্গা-২মো. হাসানুজ্জামান সজিব
৭১ঝিনাইদহ-২এইচ এম মোমতাজুল করীম
৭২ঝিনাইদহ-৩মাওলানা সরোয়ার হোসেন
৭৩ঝিনাইদহ-৪মুফতি আহমদ আব্দুল জলিল
৭৪যশোর-১মাওলানা মো. বক্তিয়ার রহমান
৭৫যশোর-২মাস্টার ইদ্রিস আলী
৭৬যশোর-৩মাওলানা শোয়াইব হোসেন
৭৭যশোর-৪অ্যাডভোকেট বায়েজিদ হোসেন
৭৮যশোর-৫মাস্টার জয়নাল আবেদিন
৭৯যশোর-৬গাজী শহিদুল ইসলাম
৮০মাগুরা-১মাওলানা নাজিরুল ইসলাম
৮১মাগুরা-২মুফতি মোস্তফা কামাল
৮২নড়াইল-১মাওলানা আব্দুল আজিজ
৮৩নড়াইল-২মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম
৮৪বাগেরহাট-২অ্যাড. শেখ আতিয়ার রহমান
৮৫বাগেরহাট-৩অধ্যক্ষ জিল্লুর রহমান
৮৬বাগেরহাট-৪মাওলানা ওমর ফারুক নূরী
৮৭খুলনা-১মাওলানা আবু সাঈদ
৮৮খুলনা-২মুফতি আমানুল্লাহ
৮৯খুলনা-৩মাওলানা আব্দুল আউয়াল
৯০খুলনা-৪হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ শেখ
৯১খুলনা-৬হাফেজ মুহাম্মদ আছাদুল্লাহ আল-গালিব
৯২সাতক্ষীরা-১মাওলানা রেজাউল করীম
৯৩সাতক্ষীরা-২মুফতি রবীউল ইসলাম
৯৪সাতক্ষীরা-৩কাজী মো. ওয়েজ কুরনী
৯৫সাতক্ষীরা-৪মোস্তফা আল মামুন মনির
৯৬বরগুনা-১মাওলানা মাহমুদুল হাসান উলীউল্লাহ
৯৭বরগুনা-২মুফতি মিজানুর রহমান
৯৮পটুয়াখালী-১মো. ফিরোজ আলম
৯৯পটুয়াখালী-২মুফতি আব্দুল মালেক আনোয়ারী
১০০পটুয়াখালী-৩মু. আবু বক্কর ছিদ্দিকী
১০১পটুয়াখালী-৪ডা. অধ্যাপক মোস্তফিজুর রহমান
১০২ভোলা-১মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা
১০৩ভোলা-৩মাওলানা মোসলেহ উদ্দিন
১০৪ভোলা-৪আবুল মোকাররম মো. কামাল উদ্দিন
১০৫বরিশাল-১মো. রাসেল সরদার (মেহেদী)
১০৬বরিশাল-২মাওলানা মুহা. নেছার উদ্দিন
১০৭বরিশাল-৩মাওলানা মুহা. সিরাজুল ইসলাম
১০৮বরিশাল-৪সৈয়দ এসহাক মো. আবুল খায়ের
১০৯বরিশাল-৫সৈয়দ মুহামম্মদ ফয়জুল করীম
১১০বরিশাল-৬সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
১১১ঝালকাঠি-১মাওলানা ইব্রাহিম আল হাদী
১১২ঝালকাঠি-২ডা. সিরাজুল ইসলাম সিরাজী
১১৩পিরোজপুর-২মাওলানা আবুল কালাম আজাদ
১১৪পিরোজপুর-৩ডা. মো. রুস্তম আলী ফরাজী
১১৫টাঙ্গাইল-১ডা. হারুন অর রশীদ
১১৬টাঙ্গাইল-২মো. মনোয়ার হোসেন সাগর
১১৭টাঙ্গাইল-৩মাওলানা রেজাউল করীম
১১৮টাঙ্গাইল-৪আলী আমজাদ হোসেন
১১৯টাঙ্গাইল-৫খন্দকার জাকির হোসাইন সবুজ
১২০টাঙ্গাইল-৬মুহা. আখিনুর মিয়া
১২১টাঙ্গাইল-৭এ. টি. এম রেজাউল করীম আল রাজী
১২২জামালপুর-১আব্দুর রউফ তালুকদার
১২৩জামালপুর-২মাওলানা সুলতান মাহমুদ সিরাজী
১২৪জামালপুর-৩ইঞ্জিনিয়ার মোহামাদ দৌলতুজ্জামান আনছারী
১২৫জামালপুর-৪হা. মাও. মো. আলী আকবর সিদ্দিকী
১২৬জামালপুর-৫ডা. সৈয়দ ইউনুছ আহমাদ
১২৭শেরপুর-২মাও. আ. আল কায়েস
১২৮শেরপুর-৩মাওলানা আবু তালেব মো. সাইফুদ্দিন
১২৯ময়মনসিংহ-১হা. মাও. অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান
১৩০ময়মনসিংহ-২মুফতি গোলাম মাওলা ভূইয়া
১৩১ময়মনসিংহ-৩মো. শরিফুল ইসলাম
১৩২ময়মনসিংহ-৪ডা. নাছির উদ্দিন
১৩৩ময়মনসিংহ-৫মুফতি সিরাজুল ইসলাম
১৩৪ময়মনসিংহ-৬মুফতি নূরে আলম সিদ্দিকী
১৩৫ময়মনসিংহ-৭মাওলানা ইব্রাহিম খলিল
১৩৬ময়মনসিংহ-৮শাহ নূরুল কবির
১৩৭ময়মনসিংহ-৯মুফতি সাইদুর রহমান
১৩৮ময়মনসিংহ-১০কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী
১৩৯ময়মনসিংহ-১১মুফতি মোস্তফা কামাল কাসেমী
১৪০নেত্রকোনা-১মুহামাদ আব্দুল মান্নান
১৪১নেত্রকোনা-২মুফতি আব্দুল কাইয়ুম
১৪২নেত্রকোনা-৩মো. জাকির হোসেন সুলতান
১৪৩নেত্রকোনা-৪মাওলানা মোখলেছুর রহমান
১৪৪নেত্রকোনা-৫মুফতি নুরুল ইসলাম হাকিমী
১৪৫কিশোরগঞ্জ-২মুফতি আবুল বাশার রেজওয়ান
১৪৬কিশোরগঞ্জ-৩মো. আলমগীর হোসাইন
১৪৭কিশোরগঞ্জ-৪অ্যাডভোকেট বিল্লাল আহমদ মজুমদার
১৪৮কিশোরগঞ্জ-৫মো. দেলাওয়ার হোসাইন
১৪৯কিশোরগঞ্জ-৬মুহামাদ মুসা খান
১৫০মানিকগঞ্জ-১খোরশেদ আলম
১৫১মানিকগঞ্জ-২মোহাম্মদ আলী
১৫২মানিকগঞ্জ-৩মাওলানা সামসুদ্দীন
১৫৩মুন্সীগঞ্জ-১কে এম আতিকুর রহমান
১৫৪মুন্সীগঞ্জ-২কে এম বিল্লাল হোসেন
১৫৫মুন্সীগঞ্জ-৩মাওলানা মাহমুদুর হাসান সুমন দেওয়ান
১৫৬ঢাকা-১৪মাওলানা নুরুল ইসলাম
১৫৭ঢাকা-২হাফেজ মাও. মুফতি জহিরুল ইসলাম
১৫৮ঢাকা-৩সুলতান আহমদ খাঁন
১৫৯ঢাকা-৪মাও. সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আন মাদানী
১৬০ঢাকা-৫মো. ইবরাহীম খলিল
১৬১ঢাকা-৭আব্দুর রহমান
১৬২ঢাকা-৮মুফতি কেফায়েতুল্লাহ কাশফী
১৬৩ঢাকা-৯শাহ ইফতেখার আহসান তারিক
১৬৪ঢাকা-১০আব্দুল আউয়াল মজুমদার
১৬৫ঢাকা-১১মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
১৬৬ঢাকা-১২মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী
১৬৭ঢাকা-১৪আবু ইউসুফ
১৬৮ঢাকা-১৬প্রকৌশলী মো. সাইফুল ইসলাম
১৬৯ঢাকা-১৭মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারী
১৭০ঢাকা-১৮আনোয়ার হোসেন
১৭১ঢাকা-১৯মুহামম্মদ ফারুক খান
১৭২গাজীপুর-১জি. এম. রুহুল আমীন
১৭৩গাজীপুর-২এম. এ. হানিফ সরকার
১৭৪গাজীপুর-৩মাওলানা আলমগীর হোসাইন
১৭৫গাজীপুর-৪মাওলানা কাজিম উদ্দিন
১৭৬গাজীপুর-৫মাওলানা গাজী আতাউর রহমান
১৭৭নরসিংদী-১আশরাফ হোসেন ভূঁইয়া
১৭৮নরসিংদী-৩মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া
১৭৯নরসিংদী-৪ছাইফুল্লাহ
১৮০নরসিংদী-৫বদ্রুজ্জামান উজ্জল
১৮১নারায়ণগঞ্জ-১মো. ইমদাদুল্লাহ হাশেমী
১৮২নারায়ণগঞ্জ-২মুফতি হাবিবুল্লাহ (হাবিব)
১৮৩নারায়ণগঞ্জ-৩গোলাম মসিহ
১৮৪নারায়ণগঞ্জ-৪মাওলানা ইসমাইল সিরাজী
১৮৫নারায়ণগঞ্জ-৫মাওলানা মো. মাসুম বিল্লাহ
১৮৬রাজবাড়ী-২মাওলানা আব্দুল মালেক
১৮৭ফরিদপুর-২মাওলানা শাহ মুহা. জামাল উদ্দিন
১৮৮ফরিদপুর-৩অ্যাডভোকেট খান মো. সরওয়ার
১৮৯ফরিদপুর-৪মাওলানা মো. ইসহাক চোকদার
১৯০গোপালগঞ্জ-১অ্যাডভোকেট মিজানুর রহমান
১৯১গোপালগঞ্জ-২মাওলানা তাসলিম হোসেন
১৯২গোপালগঞ্জ-৩ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ
১৯৩মাদারীপুর-১মাওলানা আকরাম হোসাইন
১৯৪মাদারীপুর-২মাওলানা আলী আহমদ চৌধুরী
১৯৫মাদারীপুর-৩মাওলানা এস এম আজিজুল হক
১৯৬শরীয়তপুর-১মুফতি তোফায়েল আহমদ কাসেমী
১৯৭শরীয়তপুর-২মুফতি ইমরান হোসেন
১৯৮শরীয়তপুর-৩অ্যাডভোকেট হানিফ মিয়া
১৯৯সুনামগঞ্জ-৪মুফতি শহিদুল ইসলাম পলাশী
২০০সিলেট-১হাফেজ মাও. মাহমুদুল হাসান
২০১সিলেট-২মাওলানা আমির উদ্দিন
২০২সিলেট-৩মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু
২০৩সিলেট-৪মুফতি সাঈদ আহমদ
২০৪মৌলভীবাজার-১মাওলানা আব্দুল কুদ্দুস
২০৫হবিগঞ্জ-৩মহিব উদ্দিন আহমদ সোহেল
২০৬ব্রাহ্মণবাড়িয়া-১মাওলানা হোসাইন আহমদ আজাদী
২০৭ব্রাহ্মণবাড়িয়া-২মাওলানা নেছার আহমদ নাছিরী
২০৮ব্রাহ্মণবাড়িয়া-৩মাওলানা নিয়াজুল করীম
২০৯ব্রাহ্মণবাড়িয়া-৪মুফতি জসিম উদ্দিন
২১০ব্রাহ্মণবাড়িয়া-৫নজরুল ইসলাম
২১১ব্রাহ্মণবাড়িয়া-৬সাইদ উদ্দিন খাঁন জাবেদ
২১২কুমিল্লা-১মাওলানা বশির আহমেদ
২১৩কুমিল্লা-২প্রকৌশলী মুহা. আশরাফুল আলম
২১৪কুমিল্লা-৩মাওলানা আহমদ আবদুল কাইয়ুম
২১৫কুমিল্লা-৪আব্দুল করীম
২১৬কুমিল্লা-৫মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী
২১৭কুমিল্লা-৬অ্যাডভোকেট হারুন অর রশিদ
২১৮কুমিল্লা-৭মুফতি এহতেশামুল হক কাসেমী
২১৯কুমিল্লা-৮মো. গোলাম ছাদেক প্রকাশ
২২০কুমিল্লা-৯সেলিম মাহমুদ
২২১কুমিল্লা-১০মুফতি শামসুদ্দোহা আশরাফী
২২২কুমিল্লা-১১মাওলানা মহিউদ্দিন শহীদ পাটওয়ারী
২২৩চাঁদপুর-২মানসুর আহমদ সাকী
২২৪চাঁদপুর-৩মুহা. জয়নাল আবেদীন শেখ
২২৫চাঁদপুর-৪মাওলানা মো. মকবুল হোসাইন
২২৬চাঁদপুর-৫মোহামাদ আলী পাটোয়ারী
২২৭ফেনী-১মাওলানা গোলাম কিবরিয়া
২২৮ফেনী-২মুহামাদ একরামুল হক ভুইয়া
২২৯ফেনী-৩মো. সাইফ উদ্দিন (শিপন)
২৩০নোয়াখালী-২মাওলানা খলিলুর রহমান
২৩১নোয়াখালী-৩মাওলানা নুরুদ্দিন আমানত পুরী
২৩২নোয়াখালী-৪মো. ফিরোজ আলম মাসুদ
২৩৩নোয়াখালী-৫মাওলানা আবু নাছের
২৩৪নোয়াখালী-৬মাওলানা নুরুল ইসলাম শরিফ
২৩৫লক্ষ্মীপুর-১মো. জাকির হোসেন পাটওয়ারী
২৩৬লক্ষ্মীপুর-২মাওলানা হেলাল উদ্দিন
২৩৭লক্ষ্মীপুর-৩ক্যাপ্টেন অব. মুহা. ইব্রাহীম
২৩৮লক্ষ্মীপুর-৪মাওলানা খালেদ সাইফুল্লাহ
২৩৯চট্টগ্রাম-১অ্যাড. ফেরদৌস আহমদ চৌধুরী
২৪০চট্টগ্রাম-২মোহামম্মদ জুলফিকার আলী মান্নান
২৪১চট্টগ্রাম-৩প্রভাষক আমজাদ হোসেন
২৪২চট্টগ্রাম-৪মো. দিদারুল মাওলা
২৪৩চট্টগ্রাম-৫মুফতি মতিউল্লাহ নূরী
২৪৪চট্টগ্রাম-৭অ্যাড. আব্দুল্লাহ আল হারুন
২৪৫চট্টগ্রাম-৮মুহামম্মদ নুরুল আলম
২৪৬চট্টগ্রাম-৯অ্যাড. আব্দুস শুক্কর (মাহমুদ)
২৪৭চট্টগ্রাম-১০জান্নাতুল ইসলাম
২৪৮চট্টগ্রাম-১১মুহাম্মদ নুর উদ্দিন
২৪৯চট্টগ্রাম-১২এস. এম. বেলাল নুর আজিজী
২৫০চট্টগ্রাম-১৪মোহাম্মদ আব্দুল হামিদ
২৫১চট্টগ্রাম-১৫শরীফুল আলম চৌধুরী
২৫২চট্টগ্রাম-১৬হাফেজ রুহুল্লাহ
২৫৩কক্সবাজার-১মাওলানা ছরওয়ার আলম কুতুবী
২৫৪কক্সবাজার-২মাওলানা জিয়াউল হক
২৫৫কক্সবাজার-৩মাওলানা আমিরুল ইসলাম মীর
২৫৬কক্সবাজার-৪হাফেজ নুরুল হক
২৫৭খাগড়াছড়িমাওলানা কাউসার আজিজী
২৫৮রাঙ্গামাটিজসীম উদ্দিন
২৫৯বান্দরবানমাও. আবুল কালাম আজাদ

এসআর