রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় চমক হচ্ছে বিএনপি ও জামায়াত জোটের একক প্রার্থীর বদলে এলাকাভিত্তিক কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বড় বিভাগগুলোতে দল দুটি তাদের শীর্ষ নেতাদের মাঠে নামিয়েছে। বিশেষ করে ঢাকার ২০টি আসনে (Dhaka Constituencies) এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসনগুলোতে (Chittagong Seats) লড়াই হবে হাড্ডাহাড্ডি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান (Tarek Rahman) ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman) প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১৫ আসন থেকে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়ছেন। ।
বিএনপি অনেক স্থানে বিপ্লবী ওয়ার্কাস পার্টি, এনডিএম এবং জমিয়তে উলামায়ে ইসলামের সাথে জোট (Coalition/Alliance) গঠন করেছে। অন্যদিকে জামায়াত অনেক আসনে এনসিপি (NCP) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে মিলে শক্তিশালী অবস্থান নিয়েছে। তবে বেশ কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী (Independent Candidates) এবং বিদ্রোহী প্রার্থীরা (Rebel Candidates) প্রধান দলগুলোর গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে।
ঢাকা আসন ১-২০
| আসন | বিএনপি ও জোট | জামায়াত, জোট ও অন্যান্য |
| ঢাকা-১ | আবু আশফাক | নজরুল ইসলাম |
| ঢাকা-২ | আমান উল্লাহ আমান | আব্দুল হক |
| ঢাকা-৩ | গয়েশ্বর চন্দ্র রায় | শাহীনুর ইসলাম |
| ঢাকা-৪ | তানভীর আহমেদ রবিন | জয়নুল আবেদিন |
| ঢাকা-৫ | নবী উল্লাহ নবী | কামাল হোসেন |
| ঢাকা-৬ | ইশরাক হোসাইন | আব্দুল মান্নান |
| ঢাকা-৭ | হামিদুর রহমান | এনায়েত উল্লাহ, ইসহাক সরকার (স্বতন্ত্র) |
| ঢাকা-৮ | মির্জা আব্বাস | নাসির উদ্দিন পাটোয়ারি (এনসিপি জোট) |
| ঢাকা-৯ | হাবিবুর রশীদ | জাবেদ মিয়া (এনসিপি জোট), তাসনিম জারা (স্বতন্ত্র) |
| ঢাকা-১০ | রবিউল ইসলাম রবি | জসীম উদ্দিন |
| ঢাকা-১১ | ড. এম এ কাইয়ুম | নাহিদ ইসলাম (এনসিপি জোট) |
| ঢাকা-১২ | সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কাস), সাইফুল নীরব (স্বতন্ত্র) | সাইফুল আলম |
| ঢাকা-১৩ | ববি হাজ্জাজ (এনডিএম) | মাও: মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| ঢাকা-১৪ | সানজিদা তুলি, সৈয়দ আবুবকর (স্বতন্ত্র) | মীর আহমদ বিন কাসেম |
| ঢাকা-১৫ | শফিকুল ইসলাম মিল্টন | ডা. শফিকুর রহমান |
| ঢাকা-১৬ | আমিনুল হক | কর্নেল আব্দুল বাতেন |
| ঢাকা-১৭ | তারেক রহমান | ডা. খালিদুজ্জামান |
| ঢাকা-১৮ | এসএম জাহাঙ্গীর | আরিফুল ইসলাম (এনসিপি জোট) |
| ঢাকা-১৯ | ডা. সালাহউদ্দিন বাবু | দিলশানা পারুল (এনসিপি জোট) |
| ঢাকা-২০ | তমিজ উদ্দিন | নাবিলা তাসনিম (এনসিপি জোট) |
গাজীপুর আসন ১-৫
| আসন | বিএনপি | জামায়াত |
| গাজীপুর-১ | মজিবুর রহমান | শাহ আলম বকশি |
| গাজীপুর-২ | মন্জুরুল করিম | হোসেন আলী |
| গাজীপুর-৩ | ডা. বাচ্চু | জাহাঙ্গীর আলম |
| গাজীপুর-৪ | শাহ রিয়াজুল হান্নান | সালাহউদ্দিন আইয়ুবি |
| গাজীপুর-৫ | ফজলুল হক মিলন | খায়রুল হাসান |
নারায়ণগঞ্জ আসন ১-৫
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও জোট |
| নারায়নগঞ্জ-১ | মোস্তাফিজুর রহমান দিপু | আনোয়ার হোসেন মোল্লা |
| নারায়নগঞ্জ-২ | নজরুল ইসলাম আজাদ | ইলিয়াস মোল্লা |
| নারায়নগঞ্জ-৩ | আজহারুল ইসলাম মান্নান | ইকবাল হোসাইন |
| নারায়নগঞ্জ-৪ | মনির হোসাইন কাসেমী (জমিয়ত) | আব্দুল্লাহ আল আমিন (এনসিপি জোট) |
| নারায়নগঞ্জ-৫ | আবুল কালাম | সিরাজুল মামুন (বাংলাদেশ খেলাফত মজলিস) |
টাঙ্গাইল আসন ১-৮
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| টাঙ্গাইল-১ | মাহবুব আনাম স্বপন | আব্দুল্লাহেল কাফী |
| টাঙ্গাইল-২ | আব্দুস সালাম পিন্টু | হুমায়ুন কবীর |
| টাঙ্গাইল-৩ | ওবায়দুল হক নাসির | সাইফুল্লাহ হায়দার (এনসিপি জোট) |
| টাঙ্গাইল-৪ | লুৎফুর রহমান মতিন | আব্দুর রাজ্জাক |
| টাঙ্গাইল-৫ | সুলতান সালাহউদ্দিন টুকু | আহসান হাবীব মাসুদ |
| টাঙ্গাইল-৬ | রবিউল আউয়াল লাভলু | আব্দুল হামিদ |
| টাঙ্গাইল-৭ | আবুল কালাম আজাদ | আব্দুল্লাহ ইবনে আবুল |
| টাঙ্গাইল-৮ | আহমেদ আজম খান | শফিকুল ইসলাম খান |
কিশোরগঞ্জ আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত ও অন্যান্য |
| কিশোরগঞ্জ-১ | মাজহারুল ইসলাম | হেদায়েত উল্লাহ হাদী (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| কিশোরগঞ্জ-২ | জালাল উদ্দিন | শফিকুল ইসলাম মোড়ল |
| কিশোরগঞ্জ-৩ | ড. ওসমান ফারুক | জেহাদ খান |
| কিশোরগঞ্জ-৪ | ফজলুর রহমান | রোকন রেজা শেখ |
| কিশোরগঞ্জ-৫ | এহসানুল হক হুদা | রমজান আলী |
| কিশোরগঞ্জ-৬ | শরীফুল আলম | আতাউল্লাহ আমিন (বাংলাদেশ খেলাফত মজলিস) |
নরসিংদী আসন ১-৫
| আসন | বিএনপি | জামায়াত ও অন্যান্য |
| নরসিংদী-১ | খায়রুল কবীর খোকন | ইবরাহিম ভুইয়া |
| নরসিংদী-২ | ড. মঈন খান | সারোয়ার তুষার |
| নরসিংদী-৩ | মনজুর এলাহী | রাকিবুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| নরসিংদী-৪ | সাখাওয়াত হোসেন বকুল | জাহাঙ্গীর আলম |
| নরসিংদী-৫ | আশরাফ উদ্দিন বকুল | বদ্রেুজ্জামান (ইসলামী আন্দোলন) |
ফরিদপুর আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত ও অন্যান্য |
| ফরিদপুর-১ | নাসিরুল ইসলাম | ইলিয়াস মোল্লা |
| ফরিদপুর-২ | শামা ওবায়েদ রিংকু | আকরাম আলী (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| ফরিদপুর-৩ | চৌধুরী নায়াব ইউসুফ | আব্দুত তাওয়াব |
| ফরিদপুর-৪ | শহিদুল ইসলাম | সরোয়র হোসেন, মুজাহিদ বেগ (স্বতন্ত্র) |
গোপালগঞ্জ আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত জোট |
| গোপালগঞ্জ-১ | সেলিমুজ্জামান সেলিম | আব্দুল হামিদ |
| গোপালগঞ্জ-২ | কেএম বাবর | সোয়েব ইবরাহিম (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| গোপালগঞ্জ-৩ | এসএম জিলানী | আজিজ মক্কী (বাংলাদেশ খেলাফত মজলিস) |
মুন্সীগঞ্জ আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| মুন্সীগঞ্জ-১ | মো. আব্দুল্লাহ | ফখরুদ্দিন রাজী |
| মুন্সীগঞ্জ-২ | আব্দুস সালাম আজাদ | মাজেদুল ইসলাম (এনসিপি জোট) |
| মুন্সীগঞ্জ-৩ | কামরুজ্জামান রতন, মহিউদ্দিন (বিদ্রোহী) | নুর হোসেন নুরানী (বাংলাদেশ খেলাফত মজলিস) |
মানিকগঞ্জ আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| মানিকগঞ্জ-১ | জিন্নাহ কবীর | আবু বকর সিদ্দিক |
| মানিকগঞ্জ-২ | মঈনুল ইসলাম খান | সালাহ উদ্দিন (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| মানিকগঞ্জ-৩ | আফরোজা খানম রিতা | সাইদ নুর (বাংলাদেশ খেলাফত মজলিস) |
মাদারিপুর আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| মাদারিপুর-১ | নাদিরা আক্তার | সাঈদ আহমদ হানজালা (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| মাদারিপুর-২ | জাহান্দার আলী মিয়া | আব্দুস সোবহান (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| মাদারিপুর-৩ | আনিছুর রহমান | রফিকুল ইসলাম |
শরীয়তপুর আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| শরীয়তপুর-১ | সাঈদ আহমেদ আসলাম | জালাল উদ্দিন আহমদ (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| শরীয়তপুর-২ | শফিকুর রহমান কিরন | ডা. মাহমুদ হোসেন বকাউল |
| শরীয়তপুর-৩ | মিয়া নুরদ্দিন আহমেদ অপু | আজহারুল ইসলাম |
রাজবাড়ী আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত ও অন্যান্য |
| রাজবাড়ী-১ | আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম | নুরুল ইসলাম |
| রাজবাড়ী-২ | হারুন অর রশীদ | জামিল হেজাজী (এনসিপি জোট), নাসিরুল হক সাবু (স্বতন্ত্র) |
চট্টগ্রাম আসন ১-১৬
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও অন্যান্য |
| চট্টগ্রাম-১ | নুরুল আমিন | সাইফুর রহমান |
| চট্টগ্রাম-২ | প্রার্থী নেই | নুরুল আমিন |
| চট্টগ্রাম-৩ | মোস্তফা কামাল পাশা | আলাউদ্দিন সিকদার |
| চট্টগ্রাম-৪ | আসলাম চৌধুরী | আনোয়ার সিদ্দিক |
| চট্টগ্রাম-৫ | ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন | নাসির উদ্দিন মুনির (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| চট্টগ্রাম-৬ | গিয়াসউদ্দিন কাদের চৌধুরী | শাহাজাহান মন্জু |
| চট্টগ্রাম-৭ | হুম্মাম কাদের চৌধুরী | ডা. রেজাউল করিম |
| চট্টগ্রাম-৮ | এরশাদ উল্লাহ | জোবায়েরুল আরিফ (NCP), ডা. আবু নাসের (জামায়াত) |
| চট্টগ্রাম-৯ | আবু সুফিয়ান | ডা. ফজলুল হক |
| চট্টগ্রাম-১০ | সাঈদ আল নোমান | শামসুজ্জামান হেলালী |
| চট্টগ্রাম-১১ | আমির খসরু মাহমুদ চৌধুরী | শফিউল আলম |
| চট্টগ্রাম-১২ | এনামুল হক এনাম | ডা. ফরিদুল আলম |
| চট্টগ্রাম-১৩ | সরওয়ার জামাল নিজাম | মাহমুদুল হাসান চৌধুরী |
| চট্টগ্রাম-১৪ | জসিম উদ্দিন | ওমর ফারুক (এলডিপি-জামায়াত) |
| চট্টগ্রাম-১৫ | নাজমুল মোস্তফা আমিন | শাহজাহান চৌধুরী |
| চট্টগ্রাম-১৬ | মিশকাতুল ইসলাম চৌধুরী | জহিরুল ইসলাম |
কুমিল্লা আসন ১-১১
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও অন্যান্য |
| কুমিল্লা-১ | ড. খন্দকার মোশাররফ হোসেন | মনিরুজ্জামান বাহালুল |
| কুমিল্লা-২ | সেলিম ভূঁইয়া | নাজিম উদ্দিন |
| কুমিল্লা-৩ | শাহ মোফাজ্জল হোসেন | ইউসুফ হাকিম সোহেল |
| কুমিল্লা-৪ | জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ) | হাসানাত আব্দুল্লাহ (NCP) |
| কুমিল্লা-৫ | হাজী জসিম উদ্দিন | মোবারক হোসেন |
| কুমিল্লা-৬ | মনিরুল হক চৌধুরী | কাজী দ্বীন মোহাম্মদ |
| কুমিল্লা-৭ | রেদোয়ান আহম্মেদ (এলডিপি) | মোশাররফ হোসেন |
| কুমিল্লা-৮ | জাকারিয়া তাহের সুমন | শফিউল আলম হেলাল |
| কুমিল্লা-৯ | আবুল কালাম | সারোয়ার আলম সিদ্দিকী |
| কুমিল্লা-১০ | মোবাশ্বের | ইয়াছিন আরাফাত |
| কুমিল্লা-১১ | কামরুল হুদা | আব্দুল্লাহ মো. তাহের |
নোয়াখালী আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| নোয়াখালী-১ | ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন | ছাইফ উল্লাহ |
| নোয়াখালী-২ | জয়নুল আবেদিন ফারুক | মুহাম্মদ জাকারিয়া (NCP) |
| নোয়াখালী-৩ | বরকত উল্লাহ বুলু | বোরহান উদ্দিন |
| নোয়াখালী-৪ | মোহাম্মদ শাহাজাহান | ইসহাক খন্দকার |
| নোয়াখালী-৫ | ফখরুল ইসলাম | বেলায়াত হোসেন |
| নোয়াখালী-৬ | মাহবুবের রহমান শামীম | আব্দুল হান্নান মাসুদ (NCP) |
ব্রাহ্মণবাড়িয়া আসন ১-৬
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও অন্যান্য |
| ব্রাহ্মণবাড়িয়া-১ | এম. এ হান্নান | আমিনুল ইসলাম |
| ব্রাহ্মণবাড়িয়া-২ | মাও: জুনায়েদ হাবীব (জমিয়ত), রুমিন ফারহানা (স্বতন্ত্র) | আশরাফ উদ্দিন (NCP) |
| ব্রাহ্মণবাড়িয়া-৩ | খালেদ হোসেন মাহবুব | মোহাম্মদ আতাউল্লাহ (NCP) |
| ব্রাহ্মণবাড়িয়া-৪ | মুশফিকুর রহমান | আতাউর রহমান সরকার |
| ব্রাহ্মণবাড়িয়া-৫ | আব্দুল মান্নান | আমজাদ আশরাফি (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| ব্রাহ্মণবাড়িয়া-৬ | জুনায়েদ সাকী (গণ সংহতি) | মো. মহসিন |
চাঁদপুর আসন ১-৫
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও জোট |
| চাঁদপুর-১ | এহসানুল হক মিলন | আবু নছর আশরাফি |
| চাঁদপুর-২ | জালাল উদ্দিন | বিল্লাল মিয়াজি (এলডিপি-জামায়াত) |
| চাঁদপুর-৩ | ফরিদ আহমেদ মানিক | শাহাজাহান মিয়া |
| চাঁদপুর-৪ | হারুনুর রশীদ | বিল্লাল হোসোন মিয়াজী |
| চাঁদপুর-৫ | মমিনুল হক | নেয়ামুল বশির |
ফেনী আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| ফেনী-১ | রফিকুল আলম মজনু | কামাল উদ্দিন |
| ফেনী-২ | জয়নাল আবেদিন | মুজিবুর রহমান মন্জু (এবি পার্টি) |
| ফেনী-৩ | আব্দুল আউয়াল মিন্টু | ফখরুদ্দিন মানিক |
লক্ষ্মীপুর আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| লক্ষ্মীপুর-১ | শাহাদাত হোসেন সেলিম | মাহবুব আলম (NCP) |
| লক্ষ্মীপুর-২ | আবুল খায়ের ভুইয়া | রুহুল আমিন ভুইয়া |
| লক্ষ্মীপুর-৩ | শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি | রেজাউল করিম |
| লক্ষ্মীপুর-৪ | আশরাফ উদ্দিন নিজান | হাফিজ উল্লাহ |
কক্সবাজার আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত |
| কক্সবাজার-১ | সালাহউদ্দিন আহমদ | আব্দুল্লাহ আল ফারুক |
| কক্সবাজার-২ | আলমগীর ফরিদ | হামিদুর রহমান আজাদ |
| কক্সবাজার-৩ | লুৎফুর রহমান কাজল | শহিদুল আলম বাহাদুর |
| কক্সবাজার-৪ | শাহাজাহান চৌধুরী | নুর আহমেদ আনোয়ারী |
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান
| জেলা | বিএনপি | জামায়াত ও জোট |
| খাগড়াছড়ি | আব্দুল ওয়াদুদ ভুইয়া | এয়াকুব আলী |
| রাঙামাটি | দীপেন দেওয়ান | আবু বকর সিদ্দিক (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| বান্দরবান | সাচিং প্রু জেরি | এসএম সুজা উদ্দিন (NCP) |
রাজশাহী আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত |
| রাজশাহী-১ | শরীফ উদ্দিন | অধ্যাপক মুজিবুর রহমান |
| রাজশাহী-২ | মিজানুর রহমান মিনু | অধ্যাপক জাহাঙ্গীর |
| রাজশাহী-৩ | শফিকুল হক মিলন | আবুল কালাম Azad |
| রাজশাহী-৪ | জিয়াউর রহমান | আব্দুল বারী সরদার |
| রাজশাহী-৫ | নজরুল ইসলাম মন্ডল | মনজুর রহমান |
| রাজশাহী-৬ | আবু সাইদ চাঁদ | অধ্যক্ষ নাজমুল হক |
বগুড়া আসন ১-৭
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও জোট |
| বগুড়া-১ | কাজী রফিকুল ইসলাম | অধ্যক্ষ শাহাবুদ্দিন |
| বগুড়া-২ | মীর শাহে আলম, মাহমুদুর রহমান মান্না | শাহাদাতুজ্জামান |
| বগুড়া-৩ | আব্দুল মুহিত তালুকদার | নুর মোহাম্মদ তাহের |
| বগুড়া-৪ | মোশাররফ হোসেন | মোস্তফা ফয়সাল পারভেজ |
| বগুড়া-৫ | গোলাম মোহাম্মদ সিরাজ | দবিবুর রহমান |
| বগুড়া-৬ | তারেক রহমান | আবিদুর রহমান সোহেল |
| বগুড়া-৭ | মোরশেদ মিল্টন | গোলাম রব্বানি |
নওগাঁ আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত |
| নওগাঁ-১ | মোস্তাফিজুর রহমান | মাহবুবুল আলম |
| নওগাঁ-২ | সামসুজ্জোহা খান | এনামুল হক |
| নওগাঁ-৩ | ফজলে হুদা বাবুল | মাহফুজুর রহমান |
| নওগাঁ-৪ | ইকরামুল বারী টিপু | আব্দুর রাকীব |
| নওগাঁ-৫ | জাহিদুল ইসলাম ধলু | আ স ম সায়েম |
| নওগাঁ-৬ | রেজাউল ইসলাম | খবিরুল ইসলাম |
সিরাজগঞ্জ আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| সিরাজগঞ্জ-১ | সেলিম রেজা | শাহীনুর ইসলাম |
| সিরাজগঞ্জ-২ | ইকবাল হাসান মাহমুদ টুকু | জাহিদুল ইসলাম |
| সিরাজগঞ্জ-৩ | আয়নুল হক | আব্দুর রউফ (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| সিরাজগঞ্জ-৪ | আকবর আলী | রফিকুল ইসলাম খান |
| সিরাজগঞ্জ-৫ | আমিরুল ইসলাম খান | আলী আলম |
| সিরাজগঞ্জ-৬ | এমএ মুহিত | সাইদ মোস্তাফিজ (NCP) |
পাবনা আসন ১-৫
| আসন | বিএনপি | জামায়াত |
| পাবনা-১ | শামসুর রহমান | নাজিবুর রহমান |
| পাবনা-২ | সেলিম রেজা হাবিব | হেসাব উদ্দিন |
| পাবনা-৩ | حسن জাফির তুহিন | আজগার আলী |
| পাবনা-৪ | হাবিবুর রহমান হাবিব | আবু তালেব |
| পাবনা-৫ | শিমুল বিশ্বাস | ইকবাল হোসাইন |
নাটোর আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| নাটোর-১ | ফারজানা শারমিন পুতুল | আবুল কালাম আজাদ |
| নাটোর-২ | রুহুল কুদ্দুস তালুকদার দুলু | ইউনুস আলী |
| নাটোর-৩ | আনোয়ারুল ইসলাম আনু | জার্জিস কাদির বাবু (NCP) |
| নাটোর-৪ | আব্দুল আজিজ | মাও: আব্দুল হাকিম |
চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট আসনসমূহ
| আসন | বিএনপি | জামায়াত |
| চাঁপাইনবাবগঞ্জ-১ | শাহাজাহান মিঞা | ড. কেরামত আলী |
| চাঁপাইনবাবগঞ্জ-২ | আমিনুল ইসলাম | ড. মিজানুর রহমান |
| চাঁপাইনবাবগঞ্জ-৩ | হারুনুর রশীদ | নুরুল ইসলাম ভুইয়া |
| জয়পুরহাট-১ | মাসুদ রানা প্রধান | ফজলুর রহমান সাইদ |
| জয়পুরহাট-২ | আবদুল বারী | রাশেদুল আলম সবুজ |
খুলনা আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত |
| খুলনা-১ | আমির এজাজ খান | কৃষ্ণ নন্দী |
| খুলনা-২ | নজরুল ইসলাম মন্জু | জাহাঙ্গীর হোসেন হেলাল |
| খুলনা-৩ | রকিবুল ইসলাম বকুল | অধ্যাপক মাহফুজুর রহমান |
| খুলনা-৪ | আজিজুর বারী হেলাল | সাখাওয়াত হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| খুলনা-৫ | আলী আসগর লবী | মিয়া গোলাম পরওয়ার |
| খুলনা-৬ | মনিরুল হাসান বাপ্পী | আবুল কালাম Azad |
যশোর আসন ১-৬
| আসন | বিএনপি ও জোট | জামায়াত |
| যশোর-১ | নুরুজ্জামান লিটন | মাও: আজিজুর রহমান |
| যশোর-২ | সাবরি সুলতানা | মোসলেহ উদ্দিন ফরিদ |
| যশোর-৩ | অনিন্দ্য ইসলাম অমিত | আব্দুল কাদের |
| যশোর-৪ | মতিয়ার রহমান ফারাজী | গোলাম রছুল |
| যশোর-৫ | রশীদ আহমদ (জমিয়ত) | গাজী এনামুল হক |
| যশোর-৬ | আবুল হোসেন আজাদ | মুক্তার আলী |
বাগেরহাট আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত |
| বাগেরহাট-১ | কপিল কৃষ্ণ মন্ডল | মশিউর রহমান |
| বাগেরহাট-২ | জাকির হোসেন | মন্জুরুল হক রাহাদ |
| বাগেরহাট-৩ | শেখ ফরিদুল ইসলাম | আব্দুল ওয়াদুদ |
| বাগেরহাট-৪ | সোমনাথ দে | অধ্যক্ষ আব্দুল হালিম |
ঝিনাইদহ আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত |
| ঝিনাইদহ-১ | আসাদুজ্জামান | মতিউর রহমান |
| ঝিনাইদহ-২ | এমএ মজিদ | মো. আবু বকর |
| ঝিনাইদহ-৩ | মেহেদী হাসান রনি | মতিয়ার রহমান |
| ঝিনাইদহ-৪ | রাশেদ খান | মাও: আবু তালিব |
কুষ্টিয়া আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত |
| কুষ্টিয়া-১ | রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা | বেলাল উদ্দিন |
| কুষ্টিয়া-২ | রাগীব রউফ চৌধুরী | আব্দুল গফুর |
| কুষ্টিয়া-৩ | জাকির হোসেন | আমির হামজা |
| কুষ্টিয়া-৪ | সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী | আফজাল হোসেন |
সাতক্ষীরা আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত |
| সাতক্ষীরা-১ | হাবিবুল ইসলাম হাবিব | অধ্যাপক ইজ্জত উল্লাহ |
| সাতক্ষীরা-২ | আবদুর রউফ | মাও: আব্দুল খালেক |
| সাতক্ষীরা-৩ | কাজী আলাউদ্দিন | মাও: রবিউল বাশার |
| সাতক্ষীরা-৪ | ড. মনিরুল ইসলাম | গাজী নজরুল ইসলাম |
নড়াইল আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত |
| নড়াইল-১ | বিশ্বাস জাহাঙ্গীর আলম | মো: ওবায়েদুল্লাহ |
| নড়াইল-২ | ফরিদুজ্জামান | আতাউর রহমান |
চুয়াডাঙ্গা আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত |
| চুয়াডাঙ্গা-১ | শরীফুজ্জামান শরীফ | মাসুদ পারভেজ রাসেল |
| চুয়াডাঙ্গা-২ | মাহমুদুল হাসান বাবু | রুহুল আমিন |
মাগুরা আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত |
| মাগুরা-১ | মনোয়ার হোসেন খান | আব্দুল মতিন |
| মাগুরা-২ | নিতাই রায় চৌধুরী | মুরতারশেদ বিল্লাহ |
মেহেরপুর আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত |
| মেহেরপুর-১ | মাসুদ অরুন | তাজ উদ্দিন খাঁন |
| মেহেরপুর-২ | আমজাদ হোসেনন | নাজমুল হুদা |
সিলেট আসন ১-৬
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও জোট |
| সিলেট-১ | খ. আব্দুল মুক্তাদির | মাও. হাবিবুর রহমান |
| সিলেট-২ | তাহসিনা রুশদীর লুনা | মুনতাসির আলী (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| সিলেট-৩ | এমএ মালিক | মুসলেহ উদ্দিন রাজু (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| সিলেট-৪ | আরিফুল হক চৌধুরী | জয়নাল আবেদীন |
| সিলেট-৫ | ওবায়দুল্লাহ ফারুক (জমিয়ত), মামুনুর রশিদ (বিদ্রোহী) | আবুল হাসান (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| সিলেট-৬ | এমরান আহমেদ চৌধুরী | সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম (স্বতন্ত্র) |
সুনামগঞ্জ আসন ১-৫
| আসন | বিএনপি | জামায়াত |
| সুনামগঞ্জ-১ | কামরুজ্জামান কামরুল | তোফায়েল আহমদ |
| সুনামগঞ্জ-২ | নাছির উদ্দিন চৌধুরী | শিশির মনির |
| সুনামগঞ্জ-৩ | কয়ছর এম আহমেদ | ইয়াসীন খান |
| সুনামগঞ্জ-৪ | নুরুল ইসলাম | শামসদ্দিন |
| সুনামগঞ্জ-৫ | কলিম উদ্দিন মিলন | সালাম আল মাদানি |
মৌলভীবাজার আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| মৌলভীবাজার-১ | নাসির উদ্দিন আহমেদ | আমিনুল ইসলাম |
| মৌলভীবাজার-২ | শওকতুল ইসলাম | সায়েদ আলী |
| মৌলভীবাজার-৩ | নাসের রহমান | আহম্ত বেলাল (জোট) |
| মৌলভীবাজার-৪ | মুজিবুর রহমান | নুরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস) |
হবিগঞ্জ আসন ১-৪
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও জোট |
| হবিগঞ্জ-১ | রেজা কিবরিয়া | সিরাজুল ইসলাম |
| হবিগঞ্জ-২ | সাখাওয়াত হাসান জীবন | বাসিত আজাদ (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| হবিগঞ্জ-৩ | জি.কে.গউছ | মহসিন আহমেদ |
| হবিগঞ্জ-৪ | সৈয়দ মো. ফয়সাল | আহমদ আব্দুল কাদের (বাংলাদেশ খেলাফত মজলিস) |
রংপুর আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| রংপুর-১ | মোকাররম হোসেন সুজন | রায়হান সিরাজী |
| রংপুর-২ | মোহাম্মদ আলী সরকার | আজহারুল ইসলাম |
| রংপুর-৩ | সামসুজ্জামান সামু | মাহবুবুর রহমান বেলাল |
| রংপুর-৪ | এমদাদুল হক ভরসা | আখতার হোসেন (এনসিপি জোট) |
| রংপুর-৫ | গোলাম রব্বানি | গোলাম রব্বানি |
| রংপুর-৬ | সাইফুল ইসলাম | নুরুল আমীন |
দিনাজপুর আসন ১-৬
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| দিনাজপুর-১ | মনজুরুল ইসলাম | মতিউর রহমান |
| দিনাজপুর-২ | সাদিক রিয়াজ | আফজালুল আনাম |
| দিনাজপুর-৩ | জাহাঙ্গীর আলম | মাইনুল আলম |
| দিনাজপুর-৪ | আক্তারুজ্জামান মিয়া | আফতাব উদ্দিন |
| দিনাজপুর-৫ | একেএম কামারুজ্জামান | ডা. আহাদ (এনসিপি জোট) |
| দিনাজপুর-৬ | জাহিদ হোসেন | আনোয়ারুল ইসলাম |
গাইবান্ধা আসন ১-৫
| আসন | বিএনপি | জামায়াত |
| গাইবান্ধা-১ | জিয়াউল ইসলাম | মাজেদুর রহমান |
| গাইবান্ধা-২ | আনিসুজ্জামান বাবু | আব্দুল করিম |
| গাইবান্ধা-৩ | মাইনুল হাসান সাদিক | নজরুল ইসলাম |
| গাইবান্ধা-৪ | শামীম কায়সার লিংকন | ডা. আব্দুর রহীম |
| গাইবান্ধা-৫ | ফারুক আলম সরকার | ওয়ারেস আলী |
কুড়িগ্রাম আসন ১-৪
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| কুড়িগ্রাম-১ | সাইফুর রহমান রানা | আনোয়ারুল ইসলাম |
| কুড়িগ্রাম-২ | সোহেল হোসনাইন | ড. আতিক মুজাহিদ (এনসিপি জোট) |
| কুড়িগ্রাম-৩ | তাসভীর উল ইসলাম | মাহবুবুল আলম সালেহী |
| কুড়িগ্রাম-৪ | আজিজুর রহমান | মোস্তাফিজুর রহমান |
নীলফামারী আসন ১-৪
| আসন | বিএনপি ও জোট | জামায়াত |
| নীলফামারী-১ | মন্জুরুল ইসলাম (জমিয়ত) | মাও: আব্দুস সাত্তার |
| নীলফামারী-২ | শাহরীন ইসলাম তুহিন | আব্দুল লতিফ |
| নীলফামারী-৩ | সৈয়দ আলী | মাও: ওবায়দুল্লাহ সালাফি |
| নীলফামারী-৪ | আবদুল গফুর সরকার | আব্দুল মুনতাকিম |
লালমনিরহাট আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত |
| লালমনিরহাট-১ | হাসান রাজীব প্রধান | আনোয়ারুল ইসলাম রাজু |
| লালমনিরহাট-২ | রোকন উদ্দিন বাবুল | ফিরোজ হায়দার বাবুল |
| লালমনিরহাট-৩ | আসাদুল হাবিব দুলু | আবু তাহের |
ঠাকুরগাঁও আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত |
| ঠাকুরগাঁও-১ | মির্জা ফখরুল ইসলাম আলমগীর | দেলোয়ার হোসেন |
| ঠাকুরগাঁও-২ | ডা: আব্দুস সালাম | মাও: আব্দুল হাকিম |
| ঠাকুরগাঁও-৩ | জাহিদুর রহমান | মিজানুর রহমান |
পঞ্চগড় আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| পঞ্চগড়-১ | ব্যারিস্টার নওশাদ জমির | সারজিস আলম (এনসিপি জোট) |
| পঞ্চগড়-২ | ফরহাদ হোসেন | সফিউল ইসলাম |
বরিশাল আসন ১-৬
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও অন্যান্য |
| বরিশাল-১ | জহির উদ্দিন স্বপন | কামরুল ইসলাম খান |
| বরিশাল-২ | সরফুদ্দিন আহম্মেদ সান্টু | মাষ্টার আব্দুল মান্নান |
| বরিশাল-৩ | জয়নুল আবেদীন | আসাদুজ্জামান ফুয়াদ (এবি পার্টি) |
| বরিশাল-৪ | রাজিব আহসান | মাও. আব্দুল জব্বার |
| বরিশাল-৫ | মজিবর রহমান | ফয়জুল করিম (ইসলামী আন্দোলন) |
| বরিশাল-৬ | আবুল হোসেন | মাহমুদুন্নবী তালুকদার |
ভোলা আসন ১-৪
| আসন | বিএনপি ও জোট | জামায়াত |
| ভোলা-১ | আন্দালিব রহমান পার্থ (বিজেপি) | অধ্যক্ষ নজরুল ইসলাম |
| ভোলা-২ | হাফিজ ইব্রাহিম | মাও. ফজলুল করিম |
| ভোলা-৩ | হাফিজ উদ্দিন আহমেদ | নিজামুল হক নাঈম |
| ভোলা-৪ | নুরুল ইসলাম নয়ন | অধ্যক্ষ মোস্তফা কামাল |
পটুয়াখালী আসন ১-৪
| আসন | বিএনপি ও জোট | জামায়াত ও জোট |
| পটুয়াখালী-১ | আলতাফ হোসেন | নাজমুল আহসান |
| পটুয়াখালী-২ | শহিদুল আলম | শফিকুল ইসলাম মাসুদ |
| পটুয়াখালী-৩ | নুরুল হক নুর (গণ অধিকার), হাসান মামুন (স্বতন্ত্র) | শাহ আলম |
| পটুয়াখালী-৪ | মোশাররফ হোসেন | জহির উদ্দিন (বাংলাদেশ খেলাফত মজলিস) |
পিরোজপুর আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| পিরোজপুর-১ | আলমগীর হোসেন | মাসুদ সাঈদী |
| পিরোজপুর-২ | সোহেল মঞ্জুর সুমন | শামীম সাঈদী |
| পিরোজপুর-৩ | রুহুল আমিন দুলাল | শামীম হামিদী (এনসিপি জোট) |
বরগুনা আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| বরগুনা-১ | নজরুল ইসলাম মোল্লা | জাহাঙ্গীর হোসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| বরগুনা-২ | নুরুল ইসলাম মণি | ডা. সুলতান আহমেদ |
ঝালকাঠি আসন ১-২
| আসন | বিএনপি | জামায়াত |
| ঝালকাঠি-১ | রফিকুল ইসলাম | ফয়জুল হক |
| ঝালকাঠি-২ | ইলেন ভুট্টো | নেয়ামুল করিম |
ময়মনসিংহ আসন ১-১১
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| ময়মনসিংহ-১ | এমরান সালেহ প্রিন্স | তাজুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| ময়মনসিংহ-২ | মোতাহের হোসেন | মুহাম্মাদুল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| ময়মনসিংহ-৩ | ইকবাল হোসেইন | আবু তাহের খান (নেজামে ইসলাম) |
| ময়মনসিংহ-৪ | আবু ওয়াহাব আকন্দ | কামরুল আহসান |
| ময়মনসিংহ-৫ | জাকির হোসেন | মতিউর রহমান |
| ময়মনসিংহ-৬ | আখতারুল আলম | কামরুল হাসান |
| ময়মনসিংহ-৭ | মাহবুবুর রহমান | আছাদুজ্জামান |
| ময়মনসিংহ-৮ | লুৎফুল্লাহেল মাজেদ | আওরঙ্গজেব বেলাল (এলডিপি জোট) |
| ময়মনসিংহ-৯ | ইয়াসের খান চৌধুরী | আনোয়ারুল ইসলাম (বিডিপি জোট) |
| ময়মনসিংহ-১০ | মোহাম্মদ আক্তারুজ্জামান | মো. ইসমাঈল |
| ময়মনসিংহ-১১ | ফখর উদ্দিন আহমেদ | জাহিদুল ইসলাম (এনসিপি জোট) |
জামালপুর আসন ১-৫
| আসন | বিএনপি | জামায়াত |
| জামালপুর-১ | রশিদুজ্জামান মিল্লাত | নাজমুল হক |
| জামালপুর-২ | সুলতান মাহমুদ | সামিউল হক |
| জামালপুর-৩ | মোস্তাফিজুর রহমান | মজিবুর রহমান |
| জামালপুর-৪ | ফরিদুল কবির | আব্দুল আওয়াল |
| জামালপুর-৫ | ওয়ারেছ আলী | আব্দুস সাত্তার |
নেত্রকোনা আসন ১-৫
| আসন | বিএনপি | জামায়াত ও জোট |
| নেত্রকোনা-১ | কায়সার কামাল | গোলাম রব্বানি (বাংলাদেশ খেলাফত মজলিস) |
| নেত্রকোনা-২ | আনোয়ারুল হক | এনামুল হক |
| নেত্রকোনা-৩ | রফিকুল ইসলাম হিলালী | খয়রুল কবীর |
| নেত্রকোনা-৪ | লুৎফুজ্জামান বাবর | আবু হেলাল (বিএনপি বিদ্রোহী) |
| নেত্রকোনা-৫ | আবু তাহের | মাসুম মোস্তফা |
শেরপুর আসন ১-৩
| আসন | বিএনপি | জামায়াত |
| শেরপুর-১ | সানসিলা জেবরিন | রাশেদুল ইসলাম |
| শেরপুর-২ | ফাহিম চৌধুরী | গোলাম কিবরিয়া |
| শেরপুর-৩ | মাহমুদুল হক | নুরুজ্জামান বাদল |
প্রশ্ন: ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত কি একই জোটে আছে?
উত্তর: না, আদর্শগতভাবে তারা এখন আলাদা। বিএনপি 'যুগপৎ আন্দোলনের' সাথীদের নিয়ে জোটবদ্ধ, অন্যদিকে জামায়াতে ইসলামী 'জাতীয় নাগরিক পার্টি' (NCP) সহ ১১টি দলের সাথে একটি পৃথক নির্বাচনি মোর্চা গঠন করেছে।
প্রশ্ন: ৩০০ আসনের মধ্যে বিএনপি কতটি আসনে প্রার্থী দিয়েছে?
উত্তর: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিএনপি এবার সর্বোচ্চ ২৮৮টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থী দিয়েছে। বাকি আসনগুলো তারা শরিক দলগুলোর জন্য ছেড়েছে।
প্রশ্ন: জামায়াতে ইসলামী কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে?
উত্তর: জামায়াতে ইসলামী এবার এককভাবে বা তাদের জোটের অধীনে ২২৪টি আসনে প্রার্থী দিয়েছে।
প্রশ্ন: ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী কে?
উত্তর: ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনটি নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।
প্রশ্ন: তারেক রহমান কি নির্বাচনে অংশ নিচ্ছেন?
উত্তর: হ্যাঁ, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথা রয়েছে।
প্রশ্ন: বিএনপি-জামায়াত কি একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে?
উত্তর: অধিকাংশ আসনেই বিএনপি ও জামায়াত আলাদা প্রার্থী দিয়েছে। তবে 'ফ্যাসিবাদ বিরোধী' অবস্থানের কারণে কৌশলগতভাবে কিছু আসনে তারা একে অপরকে সমর্থন দিতে পারে।
প্রশ্ন: জাতীয় নাগরিক পার্টি (NCP) কার সাথে জোট করেছে?
উত্তর: ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারা গঠিত NCP এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাথে নির্বাচনি সমঝোতা করেছে।
প্রশ্ন: বিএনপি-জামায়াত কি 'ধানের শীষ' প্রতীক নিয়ে ভোট দিচ্ছে?
উত্তর: বিএনপি এবং তাদের জোটের শরিকরা 'ধানের শীষ' প্রতীক ব্যবহার করছে। তবে জামায়াত ও তাদের জোটের প্রার্থীরা নিজস্ব প্রতীকে অথবা জোটের নির্ধারিত প্রতীকে ভোট দিচ্ছেন।
প্রশ্ন: নির্বাচনে কি নারী প্রার্থীর সংখ্যা বেড়েছে?
উত্তর: তথ্যমতে, বড় দলগুলোর মধ্যে এবার নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম। বিশেষ করে জামায়াত বা তাদের জোটের প্রার্থী তালিকায় কোনো নারী প্রার্থী রাখা হয়নি।
প্রশ্ন: কোন বিভাগ থেকে বিএনপির প্রার্থী সবচেয়ে বেশি?
উত্তর: ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপির প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এই দুই বিভাগে তারা প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছে।
প্রশ্ন: কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী কে?
উত্তর: কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির হয়ে লড়ছেন সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক।
প্রশ্ন: নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত?
উত্তর: এবারের নির্বাচনে সব দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থী প্রায় ১,৯৮১ জন।
প্রশ্ন: বিএনপি কি সব আসনেই একক প্রার্থী দিয়েছে?
উত্তর: না, কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও চূড়ান্ত তালিকায় প্রতিটি আসনে একজনকেই রাখা হয়েছে। তবে কিছু জায়গায় স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীও রয়েছেন।
প্রশ্ন: নির্বাচনের তারিখ কবে নির্ধারণ করা হয়েছে?
উত্তর: ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।