সমাবেশস্থলে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। সেখানে আরও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে, গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান রাত ৮টায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই যান হজরত শাহজালাল মাজার জিয়ারতে। এরপর হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করেন তিনি।
আরও পড়ুন:
মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান।
এরপরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এসময় তিনি এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় ধানের শীষে ভোট চান।
সিলেট থেকে ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি আলাদা জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।





